ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফখরুল সংসদে না গিয়ে বগুড়াবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন ॥ নানক

প্রকাশিত: ০৯:২৩, ১৭ জুন ২০১৯

 ফখরুল সংসদে না গিয়ে বগুড়াবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা  করেছেন ॥  নানক

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বগুড়া সদর আসনের উপনির্বাচনে উন্নয়নের অগ্রযাত্রায় শরীক হয়ে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, বগুড়া সদর থেকে নির্বাচিত হয়েও সংসদে না গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বগুড়াবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তারেক রহমান মনোনয়ন নিয়ে বাণিজ্য করেছেন। আর এই বিশ্বাসঘাতকতার খেসারত বগুড়াবাসী দেবে না। রবিবার দুপুরে তিনি যুবলীগ বগুড়া জেলা শাখা আয়োজিত নির্বাচনী প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। নির্বাচনী প্রতিনিধি সভার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী এবং প্রধান বক্তা ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ। বগুড়া-৬ আসনের (সদর) উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টি জামান নিকেতার সমর্থনে যুবলীগ বগুড়া জেলা শাখা এই প্রতিনিধি সভার আয়োজন করে। বগুড়া শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বলেন, বগুড়া সদর আসনের এই উপনির্বাচন দুর্ভাগ্যজনক। এটা বিএনপির অদূরদর্শিতা ও বগুড়াবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতার ফল। নির্বাচনী প্রতিনিধি সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএএম মোজাম্মেল হক, কেন্দ্রীয় সদস্য এসএম কামাল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, কেন্দ্রীয় যুবলীগ নেতা সোহরাব হোসেন স্বপন প্রমুখ। জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভা পরিচালনা করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু।
×