ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রস্তাবিত বাজেট ডিজিটাল দেশ গড়তে সহায়ক হবে ॥ বিসিসি মেয়র

প্রকাশিত: ০৯:২৪, ১৭ জুন ২০১৯

 প্রস্তাবিত বাজেট  ডিজিটাল দেশ গড়তে সহায়ক হবে ॥ বিসিসি মেয়র

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জাতীয় সংসদের ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে দেশের ইতিহাসের বৃহত্তর বাজেট ঘোষণার জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। উপস্থাপিত বাজেটকে ‘জনকল্যাণ ও উন্নয়নমুখী’ অভিহিত করে দেশের অর্থনীতিসহ ডিজিটাল বাংলাদেশ গড়তে সহায়ক হবে বলে মন্তব্য করে সিটি মেয়র বলেন, বাংলাদেশ এখন আর গরিব দেশ নয়। বাংলাদেশকে এখন আর কোন দেশ তলাবিহীন ঝুড়ি বলতে পারবে না। বিগত দশ বছরে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। পৃথিবীর বিখ্যাত তিনজন রাষ্ট্রপ্রধানের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যতম। এটা নিয়ে দেশের জনগণ এখন গর্ব করতে পারেন। তার (প্রধানমন্ত্রী) নেতৃত্বে বাংলাদেশ আজ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে নিম্ন আয় থেকে মধ্যমআয়ের দেশের স্বীকৃতি লাভ করেছে।
×