ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রশ্নফাঁসের প্রতিবাদ ও পরীক্ষা বাতিলের দাবি

প্রকাশিত: ০৯:২৪, ১৭ জুন ২০১৯

 প্রশ্নফাঁসের প্রতিবাদ ও  পরীক্ষা বাতিলের  দাবি

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাতে প্রশ্নফাঁসের প্রতিবাদ ও পরীক্ষা বাতিলের দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নোমান হোসেন খন্দকারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন প্রশ্নফাঁস একটি জাতির জন্য অভিশাপ। যে কোন মূল্যেই হোক প্রশ্নফাঁসের এই ধারা বন্ধ করে ২৪ ও ৩১ মে অনুষ্ঠিত পরীক্ষা বাতিল করে পুনরায় স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ নিশ্চিত করা হোক।
×