ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বোনের বাড়িতে সেই সজল ॥ এখনও আদেশ পাননি ওসি

প্রকাশিত: ০৯:২৫, ১৭ জুন ২০১৯

  বোনের বাড়িতে সেই সজল ॥ এখনও আদেশ পাননি ওসি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ভাইয়ের বদলে বিনাদোষে দেড় মাস কারাভোগের পর মুক্তি পেয়ে এখনও নিজের বাড়ি ফেরেননি রাজশাহীর ডাব বিক্রেতা সজল মিয়া (৩৪)। গত ১২ মে রাতে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর থেকেই তিনি জেলার পবা উপজেলার ভুগরইল গ্রামে বোনের বাড়িতে অবস্থান করছেন। এদিকে, আসামি না হওয়া সত্ত্বেও সজলকে কেন গ্রেফতার করা হয়েছিল তা জানাতে রাজশাহী নগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজকে আদালত সাত দিন সময় বেঁধে দিলেও পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন, তিনি আদেশের কপি পাননি। ওসি বলেন, যেদিন আদালতে আদেশ হয় সেদিন ছিল বুধবার। এরপর একদিন ছিল কর্মদিবস। পরে দুই দিন সাপ্তাহিক ছুটি। এ কারণে হয়তো তিনি আদালতের আদেশের কপি পাননি। তবে ব্যাখ্যা দিতে তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে- এ খবর তিনি খবরের কাগজে পড়েছেন। আর আদালতের আদেশের কপি হাতে পাওয়ার পর তার সাত দিন শুরু হবে বলেও জানান তিনি। আদালতে কী ব্যাখা দেবেন, জানতে চাইলে ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, আসামি ১০ বছর ধরে পলাতক। তাকে তো আমি চিনি না। সজলকে গ্রেফতারের পর মামলার দুই সাক্ষী তাকে শনাক্ত করেন। এফিডেভিট করে তারা বিষয়টি নিশ্চিত করেন। এই এফিডেভিটসহ সজলকে আদালতে তোলা হয়। আদালত সবকিছু অবহিত হয়েই তাকে কারাগারে পাঠান। আমি এই ব্যাখ্যাই দেব। সজল মিয়া রাজশাহী মহানগরীর ছোটবনগ্রাম পশ্চিমপাড়া মহল্লার তোফাজ উদ্দিনের ছেলে।
×