ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাইজভান্ডার দরবার শরীফ পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার

প্রকাশিত: ০৯:২৬, ১৭ জুন ২০১৯

 মাইজভান্ডার দরবার  শরীফ পরিদর্শনে  ভারতীয়  হাইকমিশনার

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ১৬ জুন ॥ আধ্যাত্মিক সাধনার অনন্য তীর্থস্থান এশিয়া বিখ্যাত ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফ পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। রবিবার দুপুরে মাইজভান্ডার দরবার শরীফ আগমন করেন তিনি। উপলক্ষে সংবর্ধনা ও স্থানীয় বিশিষ্টজনদের সঙ্গে এক মতবিনিয় সভা দরবার শরীফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম বাবু, উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফীন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুজিবুল হক চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ মুহাম্মদ বাকের, তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী, সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম, ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার। রামগড়ে মৈত্রী সেতু-১ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন পার্বত্যাঞ্চল প্রতিনিধি খাগড়াছড়ি থেকে জানান, বহুল প্রতীক্ষিত খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে চলমান বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ নির্মাণ এবং রামগড় স্থলবন্দর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ। রবিবার বেলা ১১টার দিকে মৈত্রী সেতু এলাকা পরিদর্শনকালে তিনি ভারতের ৭ সদস্য দলের নেতৃত্ব দেন। নির্মাণ কার্যক্রম পরিদর্শনকালে ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ আশা প্রকাশ করে বলেছেন, মৈত্রী সেতু ও স্থলবন্দর নির্মিত হলে আন্তঃযোগাযোগ বৃদ্ধি ছাড়াও ব্যবসা-বাণিজ্যের সুবিধা বাড়বে এবং যাতায়াত সহজ হবে। অবশ্য তিস্তা চুক্তির বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান তিনি। মৈত্রীসেতু পরিদর্শনকালে বাংলাদেশ অংশের প্রতিনিধিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী, জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপুও জুয়েল চাকমা প্রমুখ।
×