ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৯:২৭, ১৭ জুন ২০১৯

টুকরো খবর

অটোরিক্সা চালক হত্যা ॥ আসামি রজন গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১৬ জুন ॥ সদরের রানাগাছা ইউনিয়নে নবী সালাম (৫৮) নামের একজন অটোরিক্সা চালককে ছুরিকাঘাত করে হত্যা মামলার একমাত্র আসামি মোঃ রজন (১৫) নামের এক বখাটে কিশোর র‌্যাবের অভিযানে গ্রেফতার হয়েছে। রবিবার সকালে একই ইউনিয়নের দড়িহামিদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। রজন দড়িহামিদপুর পোড়াবাড়ী গ্রামের সেলিম মিয়ার ছেলে। শুক্রবার রাতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। ৬ জেএমবির কারাদন্ড স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবঞ্জ ॥ চাঁপাইনবাবগঞ্জে ছয় জেএমবি সদস্যকে ১০ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেয়া হয়। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী রবিবার দুপুরে আসামিদের উপস্থিতি এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছে, সদর উপজেলার চরমোহনপুরের সেলিম ওরফে হারুন মিস্ত্রি, ভোলাহাট উপজেলার মুশরিভূজা গ্রামের রবিউল ইসলাম ওরফে রবি, খড়গপুরের রমজান আলী, গোমস্তাপুর উপজেলার কয়লাদিয়াড় গ্রামের আবদুল মুমিন ওরফে আবদুল্লাহ, শিবগঞ্জ উপজেলার সমজোলা গ্রামের আবদুর রাকিব ওরফে সুমন, নওগাঁর নিয়ামতপুর উপজেলার পরাণপুর গ্রামের হযরত আলী ওরফে ফিরোজ কবীর। ট্রাক ছিনতাইকালে আটক ৪ স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে হাত-পা বেঁধে চালককে বনে ফেলে রেখে সিসা ভর্তি ট্রাক ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় নিরাপত্তাকর্মীসহ চার ছিনতাইকারীকে রবিবার আটক করেছে এলাকাবাসী। পরে ক্ষুব্ধ লোকজন তাদের উত্তম-মধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃতরা হলো- শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্বখ- গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে বাবু মিয়া (৩০), একই এলাকার মৃত নুরুল হক চান্দুর ছেলে নাজমুল ইসলাম (৩৫), ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার আবদুল জলিলের ছেলে জালাল উদ্দিন (৩২) এবং ট্রাকের নিরাপত্তাকর্মী ময়মনসিংহের ছানোয়ার হোসেন। পাচার হওয়া ৬ কিশোরীকে ফেরত স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পাচার হয়ে যাওয়া ছয় কিশোরীকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে। রবিবার দুপুরে বিজিবি ও বিএসএফের সহযোগিতায় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে তাদের ফেরত আনা হয়। এদের মধ্যে কেউ এক বছর, কেউ চার বছর আবার কেউ সাত বছর আগে দেশের বিভিন্ন এলাকা থেকে ভারতে পাচার হয়ে যায়। পাচার হয়ে যাওয়া কিশোরীদের বাড়ি খাগড়াছড়ি, পটুয়াখালী, নড়াইল, বাগেরহাট, যশোর ও খুলনা জেলায় বলে বিজিবি সূত্র জানায়।
×