ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাতে ফেড কাপ খেলতে মালয়েশিয়ায় যাচ্ছে বাংলাদেশ টেনিস দল

প্রকাশিত: ০৯:৩৬, ১৬ জুন ২০১৯

রাতে ফেড কাপ খেলতে মালয়েশিয়ায় যাচ্ছে বাংলাদেশ টেনিস দল

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৭-২৩ জুন পর্যন্ত মালয়েশিয়ান টেনিস এ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ‘ফেড কাপ এশিয়া/ওশানিয়া জোন গ্রুপ-২’ টেনিস প্রতিযোগিতা মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে। এবারই প্রথম বাংলাদেশ দল ফেড কাপ প্রতিযোগিতায় অংশ নেবে। আরও অংশ নেবে স্বাগতিক মালয়েশিয়া, হংকং, উজবেকিস্তান, নিউজিল্যান্ড, পাকিস্তান, কিরঘিজস্তান এবং তুর্কমেনিস্তান। বাংলাদেশ দলের সদস্যগণ হচ্ছেনÑ খেলোয়াড় : ঈষিতা আফরোজ রিতু, জেরিন সুলতানা জলি, মাসফিয়া আফরিন এবং সুস্মিতা সেন। ক্যাপ্টেন : শিবু লাল এবং ম্যানেজার : দিশা ইসলাম। বাংলাদেশ দলের ক্যাপ্টেন শিবু লাল যুক্তরাষ্ট্র থেকে ইতোমধ্যেই মালয়েশিয়ায় গিয়ে পৌঁছেছেন এবং দলের খেলোয়াড় ও ম্যানেজার রবিবার দিবাগত রাতে মালয়েশিয়ার উদ্দেশ্যে বিমানযোগে রওনা হবে। ১৮ জুন অনুষ্ঠিতব্য ক্যাপ্টেনস মিটিংয়ে দলগুলোকে দুটি গ্রুপে বিভক্ত করে খেলার শিডিউল করা হবে। দলগত প্রতিযোগিতা হিসেবে দুটি একক ও একটি দ্বৈত খেলার ওপর ভিত্তি করে জয়-পরাজয় নির্ধারিত হবে। বাংলাদেশ দল ২৩ জুন দেশে ফিরবে। প্রতিযোগিতা উপলক্ষ্যে রবিবার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি নেয়াজ আহমেদ, এআইইউবি’র ভাইস চ্যান্সেলর ড. কারমেন লামাগনা, উপদেষ্টা জান্নাত আঁখি।
×