ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা!

প্রকাশিত: ১০:১৯, ১৭ জুন ২০১৯

 দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা!

দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে শেষ পর্যায়ে জার্মানির বার্লিন শহরে একের পর এক বোমা হামলা চালাচ্ছিল মিত্রশক্তি। আর তাতেই ধ্বংস হয়েছিল শহরটির এক তৃতীয়াংশ। প্রাণ হারিয়েছিলেন দশ হাজারের বেশি মানুষ। বিশ্বযুদ্ধের ৭৫ বছর পর সেই বার্লিনেই পাওয়া গেল এক শ’ কিলোগ্রামের মার্কিন বোমা। শহরটির আলেকজান্ডার প্ল্যাজট অঞ্চলের একটি নির্মীয়মান বাড়ি থেকে পাওয়া যায় বোমাটি। চত্বরের পাশে একটি শপিং কমপ্লেক্সও রয়েছে। বোমাটি নিষ্ক্রিয় করার সময় প্রায় তিন হাজার লোককে সরিয়ে নেয়া হয়। সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় ট্রেন চলাচল। বোমাটির সঙ্গে অক্ষত অবস্থায় ডেটোনেটরও উদ্ধার করা হয়। গতবছর এপ্রিল আরও ভয়ঙ্কর ৫০০ কিলোগ্রাম ওজনের ব্রিটিশ বোমা পাওয়া যায়। সে সময় প্রায় দশ হাজার লোককে সরিয়ে নেয়া হয়। - দ্য লোকাল
×