ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জনসংখ্যা মাত্র ৫৬ !

প্রকাশিত: ১০:২০, ১৭ জুন ২০১৯

 জনসংখ্যা মাত্র ৫৬ !

জনসংখ্যার বিচারে বিশ্বের সবচেয়ে ছোট দেশ পিটকার্নে। ১৭৯০ সালে সেখানে জনবসতি গড়ে ওঠে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে আগ্নেয় শিলা দিয়ে তৈরি চারটি দ্বীপ নিয়ে গঠিত পিটকার্ন আইল্যান্ডস। চারটি দ্বীপের নাম হলো পিটকার্ন, হেন্ডারসন, ডুসি ও ওয়েনো। একমাত্র পিটকার্নেই মানুষের বসবাস। বাকি তিনটি দ্বীপ সমুদ্রের মাঝে ফাঁকাই পড়ে রয়েছে। জনসংখ্যাও মাত্র ৫৬। জনসংখ্যার বিচারে এটিই বিশ্বের সবচেয়ে ছোট দেশ। দেশটির সবচেয়ে কাছে রয়েছে নিউজিল্যান্ড। তাই সব চিঠিপত্র পৌঁছায় নিউজিল্যান্ড হয়েই। ২০১০ সালে সেখানকার জনসংখ্যা ছিল ৪৫। ২০১৩ সালে জনগণনা করে দেখা যায় তা সামান্য বেড়ে হয়েছে ৫৬। জাতিসংঘ স্বশাসিত রাষ্ট্রের স্বীকৃতি দেয়নি। তাই এই দেশের প্রশাসনিক দায়িত্ব পালন করছে ব্রিটেন। -জি নিউজ
×