ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তিন নারী জঙ্গীর বিচার শুরু

প্রকাশিত: ১০:৩৮, ১৭ জুন ২০১৯

 তিন নারী  জঙ্গীর  বিচার  শুরু

কোর্ট রিপোর্টার ॥ রাজধানীর আজিমপুরের এক জঙ্গী আস্তানায় অভিযানের মামলায় জেএমবির অন্যতম সদস্য তিন নারীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এ অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়েছে। রবিবার দুপুরে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোঃ মজিবুর রহমান অভিযোগ গঠনের আদেশ দেন। অভিযুক্ত আসামিরা হলেন- নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির সমন্বয়ক তানভীর কাদেরীর স্ত্রী আবেদাতুল ফাতেমা ওরফে খাদিজা, নুরুল ইসলাম ওরফে মারজানের স্ত্রী আফরিন ওরফে প্রিয়তি এবং বাশারুজ্জামান ওরফে চকলেটের স্ত্রী শায়লা আফরিন। কারাগারে থাকা ওই তিন আসামিকে শনিবার আদালতে হাজির করা হয়। তবে আসামিদের পক্ষে কোন আইনজীবী ছিলেন না। বিচারক আসামিদের কাছে জানতে চান, তারা দোষী না নির্দোষ। আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। এরপর আদালত চার্জ গঠনের আদেশ দিয়ে আগামী ২৪ জুলাই সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর রাতে আজিমপুরে জঙ্গী আস্তানায় অভিযানের পর আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। সেখানে নিহত হয় তানভীর কাদেরী। ওই অভিযানে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয় তিন জঙ্গীর স্ত্রী খাদিজা, প্রিয়তি ও শায়লাকে। ওই অভিযান চলাকালে ছুরিকাঘাত ও বোমার স্পিøন্টারে আহত হন পুলিশের ৫ সদস্য। আহতদের গুরুতর অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত সাড়ে ১০টায় অভিযান শেষে পুলিশ ওই ফ্ল্যাট থেকে মেজর জাহিদের দুই সন্তান জুনায়েরা ও মারিয়মসহ তিন শিশুকে উদ্ধার করা হয়। তাদের পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। এছাড়া ওই ফ্ল্যাট থেকে চারটি পিস্তল, শতাধিক রাউন্ড গুলি ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। ওই ঘটনায় ২০১৬ সালের ১১ কাউন্টার টেররিজম ইউনিটের এসআই মোঃ দেলোয়ার হোসেন সেপ্টেম্বর লালবাগ থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে কাউন্টার টেররিজম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার মোঃ আহসানুল হক তিন নারীকে অভিযুক্ত এবং দুই জনের অব্যাহতির আবেদন করে ২০১৭ সালের ১০ ডিসেম্বর মামলার চার্জশীট দাখিল করেন। গত ১৩ মে তিন নারীর বিরুদ্ধে চার্জশীট গ্রহণ করেন একই আদালত। মৃত তানভীর কাদেরী এবং মোছা. শাহানাজ বেগম ওরফে শাহনাজ পারভীনকে একই দিন অব্যাহতি দেয়া হয়।
×