ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোন সুবিধাই পান না!

প্রকাশিত: ১০:৪২, ১৭ জুন ২০১৯

 কোন সুবিধাই পান না!

ইউরোপের দেশ সুইডেনে পার্লামেন্ট সদস্যকে দেখা হয় খুব গুরুত্বপূর্ণ পদের একজন চাকরিজীবী হিসেবে। প্রতিটি কাজেরই জবাবদিহিতা রয়েছে সেখানে। রাজনীতিকে এতটাই গুরুত্বের সঙ্গে দেখা হয় যে, কেউ যখন তখন রাজনীতিক হয়ে উঠতে পারেন না। জনগণের করের টাকা খরচের বিষয়েও হিসাব দিতে হয় তাদের। সংসদ সদস্যরা পাবলিক পরিবহনে বিনামূল্যে যাতায়াত করেন। তাদের জন্য ব্যক্তিগত কোন গাড়ি বা চালক দেয়া হয় না। পার্লামেন্টের মাত্র তিনটি ভলভো এস-এইটটি আছে। যা শুধুমাত্র সরকারী অনুষ্ঠানের কাজে পার্লামেন্টের প্রেসিডেন্ট ও তিনজন ভাইস-প্রেসিডেন্ট ব্যবহার করার ক্ষমতা রাখেন। ৪৬ বর্গমিটারের একটি এ্যাপার্টমেন্টে থাকেন তারা। সেখানে আসবাবপত্র বলতে শুধুমাত্র একজনের থাকার মতো একটি সিঙ্গেল বেড রয়েছে। যদি কেউ তার সঙ্গীর সঙ্গে থাকতে চান, তাহলে ভাড়ার অর্ধেক তাকে সরকারী কোষাগারে ফেরত দিতে হয়। অনুদানের পরিমাণ মাসিক ৮২০ ডলারের বেশি হয় না। মাসিক বেতন গড়ে ৬৯০০ ডলার। একজন সাধারণ কর্মীর গড় মাসিক আয় প্রায় ২৮০০ ডলারের মতো। দেশের কাজে এমপিরা দৈনিক ১২ ডলার পাবেন। এছাড়াও ব্যক্তিগত সহকারী বা উপদেষ্টা নিয়োগ দেয়ার বিষয়ে সুইডিশ সংসদ সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আছে। -বিবিসি
×