ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নতুন কমিটির দাবিতে ফের আন্দোলনে ছাত্রদল, আজও চলবে

প্রকাশিত: ১০:৪৩, ১৭ জুন ২০১৯

 নতুন কমিটির দাবিতে  ফের আন্দোলনে  ছাত্রদল, আজও  চলবে

স্টাফ রিপোর্টার ॥ বয়সসীমা বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে ফের অবস্থান কর্মসূচী পালন করে ছাত্রদল। রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী এ কর্মসূচী পালন করে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী। দাবি আদায় না হলে আজ সোমবার আবারও অনুরূপ কর্মসূচী পালন করা হবে বলে তারা জানায়। উল্লেখ্য, একই দাবিতে ১১ জুন দিনব্যাপী নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচী পালনের পর রাতে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে নেতারা বৈঠক করেন এবং তারেক রহমানের সঙ্গে আলাপ করে বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে তারা কর্মসূচী স্থগিত করেন। কিন্তু এ ক’দিনে দাবি মেনে না নেয়ায় রবিবার আবারও অবস্থান কর্মসূচী শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা। রবিবার বেলা ১১টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বয়সসীমা বাতিল করে নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের দাবি জানায় ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। ২ ঘণ্টা পর দুপুর ১টায় তারা কর্মসূচী স্থগিত করে দাবি মানা না হলে আজ সোমবার আবারও কর্মসূচী পালনের ঘোষণা দেয়। কর্মসূচী পালনকালে তারা নাম প্রকাশ না করে দলের কিছু নেতার প্রতি ইঙ্গিত করে স্লোগান দেয় ‘খালেদা জিয়া জেলে কেন সিন্ডিকেট জবাব দে’, ‘সিন্ডিকেট ছিল কোথায় ম্যাডাম যখন জেলে গেল’, ‘মুক্তি মুক্তি মুক্তি চাই খালেদা জিয়ার মুক্তি চাই’।
×