ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মেক্সিকোতে ৩৬৮ শিশুসহ প্রায় ৮০০ শরণার্থী আটক

প্রকাশিত: ০০:৩৫, ১৭ জুন ২০১৯

মেক্সিকোতে ৩৬৮ শিশুসহ প্রায় ৮০০ শরণার্থী আটক

অনলাইন ডেস্ক ॥ মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্য থেকে ৭৯১ জন শরণার্থীকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৩৬৮ জনই শিশু, যাদের বয়স আট বছরের নিচে। যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে ৪১৩ জন গুয়াতেমালার, ৩৩০ জন হন্ডুরাসের এবং ৩৯ জন সালভাদরের নাগরিক। অন্য একটি সূত্র জানিয়েছে, এই ঘটনায় ছয়জন সন্দেহভাজন মানবপাচারকারীকে আটক করা হয়েছে। রবিবার স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। ন্যাশনাল মাইগ্রেশন ইন্সটিটিউট এক বিবৃতিতে জানিয়েছে, আটক হওয়া শরণার্থীদের দুটি পয়েন্টে নিয়ে যাওয়া হয়েছে। চারটি গাড়িতে লুকিয়ে তাদের স্থানান্তরের চেষ্টা করা হচ্ছিল। খবর গ্লোবাল নিউজের। তবে আটক হওয়া বাকি শরণার্থীদের বয়স কেমন সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে একটি সূত্র রবিবার জানিয়েছে, আটক হওয়া শরণার্থীদের মধ্যে ২৭০ জনের বয়স ছয় বা সাত বছর এবং ৯৮ জনের বয়স শূন্য থেকে পাঁচ বছর।
×