ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেগম জিয়াকে আদালত জামিন দিতে চাইলে সরকারের আপত্তি নেই : ওবায়দুল কাদের

প্রকাশিত: ০৫:৩৬, ১৭ জুন ২০১৯

বেগম জিয়াকে আদালত জামিন দিতে চাইলে সরকারের আপত্তি নেই :  ওবায়দুল কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আদালতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জামিন দিলে সরকার সেখানে কোন হস্তক্ষেপ করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আওয়ামী লীগের আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আদালত জামিন দিতে চাইলে সরকারের আপত্তি নেই। সোমবার বঙ্গবন্ধু এ্যাভিনউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। চলতি সপ্তাহে খালেদা জিয়ার জামিন হতে পারে বিএনপি নেতা মওদুদ আহমেদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, তিনি হয়তবা ধারণা করছেন, আদালত বেগম জিয়াকে মুক্তি দিবেন, জামিন দিবেন। যদি আদালত বেগম জিয়াকে জামিন দেয় বা দিতে চায়, আমি এটুকু বলতে পারি এখানে সরকারের কোন হস্তক্ষেপ থাকবে না। আদালতের, বিচার বিভাগের স্বাধীনতাকে আমরা শ্রদ্ধা করি। আমরা আগেও বলেছি আদালত তাঁকে সাজা দিয়েছে, আদালতই তাঁকে মুক্তি দিতে পারে। শ্রীলংকার মত ঘটনা বাংলাদেশে যাতে না ঘটে সে ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সবাই যে কোন পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকুন। এ দেশে হলি আর্টিজান ঘটেছে। হলি আর্টিজানের পরে এই ঢাকা শহরের অবস্থা কি ছিল? অনেক দিন মনে হয়েছিল, যেন মরা একটা ভুতুড়ে শহর। শ্রীলংকায় যা ঘটেছে, বাংলাদেশে তা ঘটবে না এমনটা মনে করার কোন কারণ নেই। সবাইকে সতর্ক থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে, সংগঠনকে শক্তিশালী করতে হবে। ওবায়দুল কাদের বলেন, ঐক্যবদ্ধ শক্তিশালী সংগঠন এটাই আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। এই হাতিয়ারই আমাদেরকে যে কোন প্রকার আঘাত, আক্রমন থেকে রক্ষা করতে পারে। এ সময় মহানগর আওয়ামী লীগ নেতাদের কমিটি গঠনে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করার আহ্বান জানান তিনি। নগর নেতাদের উদ্দেশ্যে করে তিনি বলেন, আমি আপনাদেরকে একটা কথা বলবো, ফাঁকি দেবেন না। জোড়া-তালি দিয়ে আওয়ামী লীগ করবেন না। দুঃসময়ের ত্যাগী কর্মীদের অবহেলা করে আওয়ামী লীগ টিকবে না। কোন স্বার্থের বশবর্তী হয়ে আওয়ামী লীগের কমিটি গঠন করবেন না। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, পকেট কমিটি কারও কাজে আসবে না। সুবিধাভোগিদের পার্টি আওয়ামী লীগ নয়, এটা মনে রাখতে হবে। দলের যখন আবার দুঃসময় আসবে, তখন দেখবেন সুবিধাভোগিরা, বসন্তের কোকিলদের হাজার পাওয়ারের বাতি জালিয়েও এদের খুঁজে পাওয়া যাবে না। এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে, যদি আওয়ামী লীগকে বাঁচাতে চান। ওবায়দুল কাদের বলেন, তরুণ ও নতুনদেরকে নৌকার পক্ষে ধরে রাখতে হবে। নতুনদের নৌকার পক্ষে ধরে রাখতে হলে সদস্যদের সংগ্রহ অভিযানের কোন বিকল্প নেই। সদস্য সংগ্রহ অভিযান ধারালো হাতিয়ারের মত কাজ করবে। যারা আওয়ামী লীগের ইশতেহারের প্রতি আকৃষ্ট হয়ে নৌকায় ভোট দিয়েছিলেন, তাদেরকে ধরে রাখতে হবে। নতুন করে লোক সৃষ্টি করতে হবে, কর্মী সৃষ্টি করতে হবে। কর্মীরা হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থা আওয়ামী লীগের চেয়েও বড় আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা, তাঁকে নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। তাঁর নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়ে গেছে। শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে। নেত্রী নিজেকেই অতিক্রম করে গেছেন। শেখ হাসিনা নিজেই তাঁর যোগ্যাতা দিয়ে, দক্ষতা দিয়ে নিজেকে অতিক্রম করেছে। শেখ হাসিনা তাঁর ব্যক্তিত্ব দিয়ে, গৌরব দিয়ে, তাঁর সৌরভ দিয়ে, তাঁর সাহস দিয়ে, তাঁর বিচক্ষণতা দিয়ে প্রমাণ করেছেন- ‘সি ইজ লারজার দেন আওয়ামী লীগ। তিনি বলেন, তিনি (শেখ হাসিনা) আওয়ামী লীগের চেয়েও বড় হয়ে গেছেন। আমাদের পার্টি শেখ হাসিনার সমকক্ষ হতে পারে নি। এটা কেন? এটা কী দলীয় দূর্বলতার কারণে? সেগুলো চিহ্নিত করতে হবে। দলের স্বার্থে কাজ করুন, দলের ত্যাগী কর্মীদের মূল্যায়ন করুণ। সংসদে যোগ দিয়ে বিএনপি নেতাদের আবার সংসদে অবৈধ বলার সমালোচনাও করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, নির্বাচিত সংসদকে যারা অবৈধ বলে, আদালতের রায়ই আছে তাদের (বিএনপি) জš§ই অবৈধ। এটা আমার কথা নয়, উচ্চ আদালত রায় দিয়েছে। তাদের জš§, তাদের সরকার গঠন সবই ছিল অবৈধ। জনগনের ভোটে নির্বাচিত সরকারকে এই অবৈধ জš§ উত্তরাধিকার নিয়ে যারা আছে তাদের মুখে নির্বাচিত সরকার ও নির্বাচিত সংসদকে অবৈধ বলা হাস্যকর। মহানগর দক্ষিন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের মেয়র মুহাম্মদ সাইদ খোকন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য মির্জা আজম, দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমূখ বর্ধিত সভায় বক্তব্য রাখেন।
×