ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে স্কুলছাত্রী নিহত, আটক ৬

প্রকাশিত: ০৮:৪৭, ১৭ জুন ২০১৯

লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে  স্কুলছাত্রী নিহত,  আটক  ৬

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের শীবেরকুটি গ্রামে সোমবার সকালে জমি নিয়ে সংঘর্ষে লাকী খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন তার বাবা-মাসহ তিন জন। এ ঘটনার পর পরেই পুলিশ ৬ জনকে আটক করেছে। নিহত ছাত্রী লাকী খাতুন ওই গ্রামের নজারুল ইসলামের মেয়ে এবং স্থানীয় চর কুলাঘাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে। পুলিশ ও এলাকাবাসীরা জানান, কুলাঘাট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য দুলালী বেগমের স্বামী একরামুল হক একরার সঙ্গে প্রতিবেশী নিহত লাকীর বাবা নজরুল ইসলামের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সেই জমি নিয়ে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। সোমবার সকালে কিছু ভাড়াটে লোক নিয়ে সেই জমি দখলে নিতে যান একরামুল হক একরা। এ সময় জমি দখলে বাধা দিলে নজরুল ইসলামের ওপর হামলা চালায় একরামুলের লোকজন। বাবা নজরুলকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয় স্কুলছাত্রী লাকী তার মা কুলসুম বেগম (৩৮) ও ফুফু সমর্থ বানু (৩৯)। পরে এলাকাবাসীরা গুরুতর আহত অবস্থায় চার জনকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসকরা লাকীকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের চিকিৎসা চলছে। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনক ৬ জনকে আটক করে। সদর থানার ওসি মাহফুজ আলম এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
×