ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ম্যান টু ম্যান যোগাযোগ দুই দেশের সম্পর্ক দৃঢ় করছে : রিভা গাঙ্গুলি

প্রকাশিত: ০৯:১৬, ১৭ জুন ২০১৯

ম্যান টু ম্যান যোগাযোগ দুই দেশের সম্পর্ক দৃঢ় করছে :  রিভা গাঙ্গুলি

অনলাইন রিপোর্টার ॥ ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ মন্তব্য করেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক এখন সোনালী অধ্যায় অতিক্রম করছে। সোমবার চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বঙ্গবন্ধু কনফারেন্স হলে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। চট্টগ্রামের ঐতিহ্য সুপ্রাচীন উল্লেখ করে তিনি বলেন, ভাষা, কৃষ্টি ও ম্যান টু ম্যান যোগাযোগ দুই দেশের সম্পর্ক দৃঢ় করছে। মাস্টারদা সূর্য সেনসহ অনেক বিপ্লবী চট্টগ্রামে জন্মগ্রহণ করেছেন। এটি গৌরবের। রিভা গাঙ্গুলি দাশ বলেন, এদেশে ভারতের অনেক শিল্পকারখানা রয়েছে। এসব প্রতিষ্ঠান এদেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে। মংলা ও মীরসরাই ইকোনমিক জোনেও ভারতের আলাদা জোন রয়েছে। তিনি বাংলাদেশের জিডিপি ক্রমবর্ধমান প্রবৃদ্ধির প্রশংসা করেন। চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে অকৃত্রিম বন্ধুত্বের হাত বাড়িয়েছিল ভারত। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলোর সঙ্গে ব্যবসা বাণিজ্য বাড়াতে সড়ক, নৌ, রেলপথের কানেকটিভিটি বাড়াতে হবে। তিনি ভারত-বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে বড় ঘাটতি কমানোর উদ্যোগ গ্রহণের আহবান জানান। সভায় উপস্থিত ছিলেন, ভারতের সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি, দৈনিক পূর্বকোণের পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ, চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার এম ফখরুল আলম, জাপানের অনারারি কনসাল মো. নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলী হোসেন আকবর আলী প্রমুখ।
×