ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘জনসংখ্যানুপাতে ঢাকায় বৃক্ষ নেই’

প্রকাশিত: ০৯:১৭, ১৮ জুন ২০১৯

‘জনসংখ্যানুপাতে ঢাকায় বৃক্ষ নেই’

সংসদ রিপোর্টার ॥ দেশের প্রাণ কেন্দ্র রাজধানী ঢাকা শহরে যে পরিমাণ জনবসতি রয়েছে, সে তুলনায় যে হারে গাছ বা বৃক্ষ থাকার কথা ছিল অর্থাৎ (তিন গুণ) তা নেই। এমনকি এ কারণে পরিবেশ দূষণের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে মানব মৃত্যু হার নির্ধারণে দেশে সরকারীভাবে কোন সমীক্ষা পরিচালনা করা হয়নি। ফলে পরিবেশ দূষণে কি পরিমাণ মানুষ মারা যাচ্ছে তার কোন পরিসংখ্যান মন্ত্রণালয়ের জানা নেই। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দীন। মন্ত্রী জানান, পরিবেশ দূষণের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে মানব মৃত্যু হার বিষয়ে বাংলাদেশে সরকারী পর্যায়ে কোন সমীক্ষা পরিচালনা করা হয়নি।
×