ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পরমাণু সমঝোতার প্রতি পূর্ণ সমর্থন রাশিয়ার

প্রকাশিত: ০৯:২০, ১৮ জুন ২০১৯

 পরমাণু সমঝোতার প্রতি পূর্ণ সমর্থন রাশিয়ার

পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি আবারও পূর্ণ সমর্থন ঘোষণা করেছে রাশিয়া। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান আলেক্সান্ডার ভেনেডিকতোভে ঘোষণা দিয়ে বলেছেন, অন্য কোন কিছুই ইরানের পরমাণু সমঝোতার বিকল্প হতে পারে না। তিনি রাশিয়ার সরকারী দৈনিক রাসিসকায়া গ্যাজেতা’কে দেয়া সাক্ষাতকারে আরও বলেন, এই পরমাণু সমঝোতার কারণেই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) ইরানের পরমাণু স্থাপনাগুলো অবাধে পরিদর্শন করার এবং সব অস্পষ্টতা দূর করার সুযোগ পেয়েছে। ওয়েবসাইট। রাশিয়ার এই নিরাপত্তা কর্মকর্তা বলেন, বিষয়টি নিয়ে টালবাহানা করলে আইএইএ’র অর্জনগুলো ব্যর্থ হবে। রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধান আরও বলেন, পরমাণু সমঝোতাকে কোন কোন দেশের জন্য ইরানের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার মাধ্যমে পরিণত করতে দেয়া যাবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ২০১৮ সালের ৮ মে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নেন। ওই সমঝোতা যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করছে না এবং তার ভাষায় এ সমঝোতার মাধ্যমে ইরানকে পরমাণু অস্ত্র তৈরির কাজ থেকে বিরত রাখা যাবে না বলে অভিযোগ তুলে ট্রাম্প সমঝোতাটি থেকে বেরিয়ে যান এবং ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। মার্কিন প্রেসিডেন্ট এমন সময় এসব অভিযোগ করলেন যখন জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএ ইরানের পরমাণু সমঝোতা স্বাক্ষরের পর থেকে এ পর্যন্ত নিজের পর্যবেক্ষণলব্ধ প্রতিবেদনগুলোতে স্বীকার করে এসেছে যে, ইরান এই সমঝোতা মেনে চলছে।
×