ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কেশবপুরে বউ ভাতের অনুষ্ঠানে বর ও কনের কারাদন্ড

প্রকাশিত: ০৯:৪৪, ১৭ জুন ২০১৯

কেশবপুরে বউ ভাতের অনুষ্ঠানে বর ও কনের কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ॥ কেশবপুরের জাহানপুর গ্রামে বাল্য বিয়ে করার অপরাধে বউ ভাতের অনুষ্ঠানে বরকে এক বছর ৬ মাস বিনাশ্রম কারদন্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত একই সাথে বরকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ড এবং কনের বয়স কম থাকায় তাকে ১ মাসের জন্য যশোর শিশু সংশোধনাগারে পাঠানোর দন্ড প্রদান করেছে। উপজেলার জাহানপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মোস্তাফিজুর রহমান পার্শ্ববর্তী অভয়নগর উপজেলার গোলগ্রামের আজিজুর রহমার খানের নাবালিকা মেয়েকে বিয়ে করে নিজ বাড়ি নিয়ে আসেন। মেয়ের বয়স ১৮ বছর হয়নি জানতে পেরে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানূর রহমান শনিবার রাতে অভিযান পরিচালনা করেন। কনে অপ্রাপ্ত বয়স্ক প্রমাণিত হওয়ায় বাল্য বিয়ের অপরাধে তাদের জেল জরিমানা করা হয়। রবিবার বরকে যশোর কারাগারে ও কনেকে সংশোধনাগারে পাঠানো হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজানূর রহমান জানান, বাল্য বিয়ে করার অপরাধে বর ও কনেকে ভ্রাম্যমান আদালতে সাজা প্রাদান করা হয়েছে।
×