ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খরা থেকে বাঁচাতে নিলাম!

প্রকাশিত: ১০:৩০, ১৮ জুন ২০১৯

 খরা থেকে বাঁচাতে নিলাম!

নামিবিয়ান ৯০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার মুখে পড়েছে। এই পরিস্থিতিতে পশুপাখিকে বাঁচিয়ে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতেই এক হাজার বন্যপ্রাণীকে নিলামে তোলার ব্যবস্থা করেছে প্রশাসন। তাদের লক্ষ্য, নিলাম থেকে কমপক্ষে ১১ লাখ ডলার জোগাড় করা। যা বন্যপ্রাণী সংরক্ষণ ও অভয়ারণ্য সুরক্ষিত করার কাজে ব্যবহৃত হবে। পরিবেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রোমিও মুউন্দার জানান, এটা খরার বছর বলেই পরিবেশ মন্ত্রণালয় বিভিন্ন প্রজাতির পশু বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। যাতে অভয়ারণ্যটিকে সুরক্ষিত করা যায়। অভয়ারণ্যের অন্য প্রাণীগুলোকে রক্ষা করা ও তাদের সংরক্ষণের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। খরার ফলে অভয়ারণ্যের চারণভূমি প্রায় শুকিয়ে গেছে। এখনই কিছু পশু সরিয়ে না ফেললে বাকিরা না খেয়ে মারা যাবে। গত এপ্রিলে কৃষি মন্ত্রণালয়ের একটি রিপোর্টে জানিয়েছিল, খরার কারণেই প্রায় ৬৩ হাজার সাত শ’ প্রাণী মারা গেছে। সেই সংখ্যা আরও বৃদ্ধি পাক তা চায় না নামিবিয়া। সেজন্য নিলামে তোলা হয়েছে ৬০০ মহিষ, ১৫০ স্প্রিংবক, ৬৫ অরিক্স, ৬০ জিরাফ, ৩৫ ইল্যান্ড, ২৮ চিত্রল হরিণ ও ১৬ কুডুকে। -গার্ডিয়ান
×