ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রতিশ্রুতিই শেষ কথা!

প্রকাশিত: ১০:৩০, ১৮ জুন ২০১৯

 প্রতিশ্রুতিই  শেষ কথা!

প্যারিসের বিখ্যাত নটর ডেম গীর্জার পুনর্নির্মাণে এক পেনিও দেননি ফরাসী ধনকুবেররা। গত ১৫ এপ্রিল ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষতি হয় ঐতিহাসিক স্থাপনাটির। ওই অগ্নিকা-কে ফ্রান্সের ইতিহাসে অন্যতম দুর্যোগ বলেই গণ্য করা হচ্ছে। ঘটনার পর আবেগতাড়িত হয়ে গীর্জাটিকে ফের স্বমহিমায় ফিরিয়ে আনতে বিপুল অর্থসাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন ফরাসী শিল্পপতিরা। তবে সেই আশ্বাস ‘কথার কথা’ হয়েই থেকে গেছে। দু’মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত এক সেন্টও দেননি ধনকুবেররা বরং গীর্জার সংস্কারে এগিয়ে এসেছেন সাধারণ মানুষ। বিশেষ করে মার্কিন ও ফরাসী নাগরিকদের বড় একটা অংশ যে যার সামর্থ অনুযায়ী অনুদান দিয়েছেন ‘নটর ডেম চ্যারিটেবল ফাউন্ডেশন’-এ। সেই অর্থেই চলছে সংস্কারের কাজ। বর্তমান গীর্জাটির সংস্কারের কাজ করছেন প্রায় ১৫০ কর্মী। তাদের বেতন দিচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থাগুলো। চলতি মাসেই বেসরকারী উদ্যোগে ৪০ লাখ মার্কিন ডলার অর্থসাহায্য পেয়েছেন ক্যাথিড্রাল কর্তৃপক্ষ। -শিকাগো ট্রিবিউন
×