ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মানবপাচার চক্র ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে দু’টি রিট

প্রকাশিত: ১০:৩১, ১৮ জুন ২০১৯

 মানবপাচার চক্র ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে দু’টি রিট

স্টাফ রিপোর্টার ॥ প্রতারক ট্রাভেল এজেন্সি ও মানবপাচার চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা ও ঢাকার ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হয় উল্লেখ করে তা বন্ধের নির্দেশনা চেয়ে পৃথক পৃথকভাবে দুটি রিট দায়ের করা হয়েছে। দুটি রিটই বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও কে এম কামরুল কাদেরের বেঞ্চে শুনানি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। রিটকারী আইনজীবী মোহাম্মদ এমদাদুল হক সুমন বলেন, প্রতারক ট্রাভেল এজেন্সি ও মানবপাচার চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে রবিবার হাইকোর্টে এ রিট আবেদন করা হয়েছে। রিট আবেদনে স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক, সিলেট ও নোয়াখালীর এসপিকে বিবাদী করা হয়েছে। এছাড়া সম্প্রতি ভূমধ্য সাগরে যে ৩৭ বাংলাদেশী নিহত হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারের জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। একইসঙ্গে পত্র-পত্রিকায় প্রকাশিত পাচার সংক্রান্ত ঘটনা তদন্ত করে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে। অন্যদিকে ঢাকার ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হয় উল্লেখ করে তা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করা হয় বলে সুপ্রীমকোর্ট সূত্রে জানা গেছে। রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
×