ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জিততে বাংলাদেশের দরকার ৩২২ রান

প্রকাশিত: ১০:৫৪, ১৮ জুন ২০১৯

 জিততে বাংলাদেশের  দরকার ৩২২ রান

জিএম মোস্তফা ॥ বিশ্বকাপের ২৩তম ম্যাচে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার ম্যাচে বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা ধীর গতির হলেও নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩২১ রান তোলে জেসন হোল্ডারের দল। এর ফলে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৩২২ রান। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে দুই দলেরই জয়ের বিকল্প নেই। এমন সমীকরণ নিয়েই সোমবার টনটন কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মাঠে নামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। তবে টস জিতে এদিন ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ক্যারিবীয়দের বিপক্ষে ভালই বল করে টাইগাররা। শুরু থেকেই নিয়ন্ত্রিত লাইন-লেন্থে বল করেন মাশরাফি-সাইফউদ্দিনরা। প্রথম ১০ ওভারে বাংলাদেশ মাত্র ১ উইকেট তুলে নিলেও প্রতিপক্ষের ব্যাটসম্যানরা ছিলেন একেবারেই নিষ্প্রভ। এই সময় মাত্র ৩২ রান তুলতে সক্ষম হয় জেসন হোল্ডারের দল। ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যান ক্রিস গেইল সাজঘরে ফিরে যান শূন্য হাতেই। ১৩ বল খেলেও কোন রান না করে মুশফিকুর রহীমের হাতে কট বিহাইন্ড হয়ে গেইল আউট হন সাইফউদ্দিনের বলে। পরের ১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান বাড়ে। এই সময় ৬৫ রান তুলে ক্যারিবীয়রা। এর পেছনে বড় ভূমিকা এভিন লুইস ও শাই হোপের। তবে নিজের তৃতীয় ওভারে এসে এভিন লুইসকে তুলে নেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারকে জোরে মারতে গিয়ে লং অফে ক্যাচ তুলে দেন লুইস। আউট হওয়ার আগে ৬৭ বলে ৭০ রান করেন এই ওপেনার। লুইসের পর নিকোলাস পুরানকেও (২৫) প্যাভিলিয়নের পথ দেখান সাকিব। গেইল-পুরানরা সাজঘরে ফিরে গেলেও একপাশ আগলে রাখেন শাই হোপ। টাইগার বোলারদের দেখেশুনে ক্যারিবীয় ইনিংসকে দারুণভাবে এগিয়ে নেন তিনি। তবে সাইফ-সাকিবের পর ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। ৩৯তম ওভারের তৃতীয় বলে হেটমায়ারকে ফেরান তিনি তামিম ইকবালের দুর্দান্ত এক ক্যাচে। আউট হওয়ার আগে অবশ্য ২৬ বলে ৫০ রানের ঝড়ো এক ইনিংস খেলে যান তিনি। একই ওভারের ষষ্ঠ বলে আন্দ্রে রাসেলকেও সাজঘরে ফেরত পাঠান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। রাসেলের ক্যাচ তুলে নেন মুশফিকুর রহীম। দলীয় ২৮২ রানে জেসন হোল্ডারকে মাহমুদুল্লাহর হাতে ক্যাচ বানান সাইফউদ্দিন। তার আগে ক্যারিবীয় অধিনায়কও খেলে যান ১৫ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস। এরপর শাই হোপের উইকেটটিও দখল করেন মুস্তাফিজ। লিটন দাসের হাতে তালুবন্দী হওয়া হোপ খেলে যান দলীয় সর্বোচ্চ ৯৬ রানের দারুণ এক ধৈর্যশীল ইনিংস। তবে ওয়েস্ট ইন্ডিজকে তিন শ’ ছাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ড্যারেন ব্রাভো। সাইফউদ্দিনের বলে বোল্ড আউট হওয়ার আগে ১৯ রান করে যান তিনি। তবে ৬ রানে অপরাজিত থাকেন ওসান থমাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সমান তিনটি করে উইকেট লাভ করেন সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান। সেজন্য ১০ ওভারে ৭২ রান খরচ করেন সাইফউদ্দিন। আর ৯ ওভারে ৫৯ রান দেন মুস্তাফিজ। ৮ ওভার বল করে ৫৪ রানের বিনিময়ে ২ উইকেট লাভ করেন সাকিব আল হাসান। উইকেট না পেলেও ৮ ওভারে মাত্র ৩৭ রান দিয়ে প্রশংসা কুড়িয়েছেন দলনেতা মাশরাফি। উইকেটবিহীন ছিলেন মেহেদী হাসান মিরাজ এবং মোসাদ্দেক সৈকতও।
×