ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোমান সানাকে আজ সংবর্ধনা দেবে আরচারি ফেডারেশন

প্রকাশিত: ১১:৫২, ১৮ জুন ২০১৯

 রোমান সানাকে আজ সংবর্ধনা দেবে আরচারি ফেডারেশন

স্পোর্টস রিপোর্টার ॥ আরচার রোমান সানা বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে উন্নীত হয়ে তা¤্রপদক অর্জন করেন। একইসঙ্গে তিনি দ্বিতীয় বাংলাদেশী এ্যাথলেট হিসেবে যোগ্যতার মাপকাঠিতে সরাসরি অলিম্পিক গেমসে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেন। এই বিরল কৃতিত্বের জন্য বাংলাদেশ আরচারি ফেডারেশনের সব খেলোয়াড় এবং কর্মকর্তাকে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল আজিজ আহমেদ, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসিজি ও বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বিওএ কার্যনির্বাহী কমিটির সব সদস্য/কর্মকর্তাগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপে খেলা শেষে বাংলাদেশ আরচারি দল মঙ্গলবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় অবতরণ করবে। বিমানবন্দরে দলটিকে অভ্যর্থনা শেষে বাসযোগে বিমানবন্দর থেকে সরাসরি ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সামনে অবস্থিত শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে আসার পরে দুপুর ১২টায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
×