ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আড়াই বছরেও সম্পদের হিসাব জমা দেননি দুদকের স্টাফরা

প্রকাশিত: ১৩:২৩, ১৮ জুন ২০১৯

 আড়াই বছরেও  সম্পদের হিসাব  জমা দেননি  দুদকের স্টাফরা

বাংলা ট্রিবিউন ॥ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব নেয়ার ঘোষণা দেয়া হয় ২০১৬ সালের শেষের দিকে। ওই ঘোষণার আড়াই বছর পার হয়ে গেলেও সংস্থাটির কোন কর্মকর্তা-কর্মচারীই দুদকে সম্পদের হিসাব বিবরণী জমা দেননি। ২০০৪ সালের নবেম্বরে দুদক প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটির মাত্র দু’জন কর্মকর্তা সম্পদ বিবরণী দাখিল করেছেন। তাও সংস্থার সিদ্ধান্তে নয়, স্বেচ্ছায় তারা সম্পদ বিবরণী দাখিল করেছিলেন। দুদকের কর্মকর্তা-কর্মচারীরা কেন সম্পদের হিসাব জমা দেননি, সম্পদের হিসাব জমা না দেয়ায় তাদের বিরুদ্ধে দুদক কোন ব্যবস্থা নেবে কি না, জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান সংস্থাটির উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য বলেন, কর্মকর্তা-কর্মচারীদের সম্পদ বিবরণী জমা নেয়ার কথা হয়েছিল। কিন্তু সেটি দুদকের সিদ্ধান্তে কিনা, জানি না। এ প্রসঙ্গে দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান বলেন, কর্মকর্তা-কর্মচারীদের সম্পদ বিবরণী অবশ্যই দুদকে থাকা উচিত। তবে, শুধু সম্পদ বিবরণী থাকলেই যে কারও দুর্নীতি ধরা পড়বে, বিষয়টা সে রকম না। নজরদারির প্রয়োজন আছে। কোন্ কর্মকর্তা-কর্মচারী কেমন আচরণ করেন, কোথায় যাচ্ছেন, তাদের উঠ-বস কাদের সঙ্গে, তারও খোঁজ রাখা দরকার।
×