ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাশ্মীরে ফের সামরিক কনভয়ের ওপর হামলা

প্রকাশিত: ১৩:২৭, ১৮ জুন ২০১৯

 কাশ্মীরে ফের সামরিক  কনভয়ের ওপর  হামলা

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সোমবার ফের একটি সামরিক কনভয়ে হামলা হয়েছে। এর আগে ফেব্রুয়ারিতে সিআরপিএফের বাসে আত্মঘাতী হামলা চালানো হয়েছিল। ওই হামলায় ৪০ ভারতীয় জওয়ান নিহত হয়। সোমবারের হামলায় পাঁচ জওয়ান আহতের খবর পাওয়া গেছে। এনডিটিভি। রবিবার পুলওয়ামার আরিহাল গ্রামের কাছে ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস বাহিনীর ওপর হামলা চালানো হয়। এর পরই তীব্র গুলিবর্ষণ ও পাথর নিক্ষেপ শুরু হয়। এর আগে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগেও হামলার ঘটনা ঘটে। এর ঘণ্টাখানেকের মধ্যেই পুলওয়ামায় হামলা চালানো হয়। কাশ্মীরে সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলোর কেউ কেউ সরাসরি স্বাধীনতার দাবিতে আন্দোলনরত। মাত্র কিছুদিন আগেই ঝাড়খণ্ডে রক্তক্ষয়ী মাওবাদী হামলার কবলে পড়ে দেশটির নিরাপত্তা বাহিনী। ১২ জুন কাশ্মীরের অনন্তনাগ জেলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর টহল দলের ওপর হামলায় অন্তত পাঁচ জওয়ান নিহত হন।
×