ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: ১৩:৩৯, ১৮ জুন ২০১৯

 বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জনকণ্ঠ ডেস্ক ॥ বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এ জয়ের ফলে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল টাইগাররা। তাদের ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর ওয়েবসাইটের। সাকিব ও লিটনের রেকর্ড জুটিতে ওয়েস্ট ইন্ডিজকে হেসেখেলে হারায় বাংলাদেশ। ক্যারিবীয়দের দেয়া ৩২২ রানের পাহাড় মাত্র ৪১.৩ ওভারেই সাত উইকেট হাতে রেখে টপকে যায় টাইগারবাহিনী। একের পর এক রেকর্ড গড়েন সাকিব ও লিটন। সাকিব ১২৪ রান ও লিটন ৯৪ রানে অপরাজিত থাকেন। এটাই বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়। টাইগারদের এ স্মরণীয় জয়ে তাদের অভিনন্দন জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রিকেটভক্ত হিসেবে সুপরিচিত। মিরপুরের মাঠে তাকে প্রায়ই দেখা যায়। এছাড়া নিয়মিত খোঁজখবর রাখেন টাইগারদের খেলার। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ বধে ম্যাশবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই।
×