ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ক্রীড়া পরিদপ্তর জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু

প্রকাশিত: ০৭:১৫, ১৮ জুন ২০১৯

ক্রীড়া পরিদপ্তর জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায় আজ মঙ্গলবার থেকে ঢাকার মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে শুরু হয়েছে দুই দিনব্যাপী ক্রীড়া পরিদপ্তর জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্স প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় অংশ নেবে অনুর্ধ-১৭ বছর বয়সী এ্যাথলেটরা। জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় দেশের ৬৪ জেলায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় যারা ১০০, ২০০ ও ৪০০ মিটার ও লং জাম্প এ চারটি ডিসিপ্লিনে অংশ গ্রহণ করছে তাদের থেকে ১ ছেলে ও ১ মেয়ে করে মোট ১২৮ খেলোয়াড়কে বাছাই করা হয়। মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক ও অতিরিক্ত সচিব মোমিনুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক ইয়াসিন আলী। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক মজিবুর রহমান, ক্রীড়া পরিদপ্তরের সহকারী পরিচালক তারিকুজ্জামান নান্নু, নুরুল ইসলাম, বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক ফরিদুল ইসলাম প্রমুখ। উল্লেখ, প্রতিযোগিতা থেকে বাছাইকৃত সেরা খেলোয়াড়দের বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের কোচের মাধ্যমে ১০দিন ট্রেনিং প্রদান করা হবে।
×