ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এফসি কাপে কাল স্বাগতিক ঢাকা আবাহনী মুখোমুখি নেপালের মানাং মার্শিয়াংদির

প্রকাশিত: ০৭:২১, ১৮ জুন ২০১৯

এফসি কাপে কাল স্বাগতিক ঢাকা আবাহনী মুখোমুখি নেপালের মানাং মার্শিয়াংদির

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) তত্ত্বাবধানে ‘এএফসি কাপ ২০১৯’-এর হোম ম্যাচ আগামীকাল বুধবার বিকেল পৌনে ৬টায় ঢাকা আবাহনী লিমিটেড বনাম নেপালের মানাং মার্শিয়াংদি ক্লাবের মধ্যে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ম্যাচ উপলক্ষে উভয় দলের প্রধান প্রশিক্ষক ও দলের অধিনায়কের উপস্থিতিতে মঙ্গলবার দুপুরে মতিঝিলস্থ বাফুফে ভবনের কনফারেন্স রুমে এক প্রি-ম্যাচ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন মানাংয়ের প্রধান প্রশিক্ষক চিরিং লোপসাং, দলের অধিনায়ক বিরাজ মহারজন; আবাহনীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান প্রশিক্ষক মারিও লেমোস ও দলের স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন। আবাহনীর কোচ এবং অধিনায়ক জানান, খেলাটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এএফসি কাপে গ্রুপ চ্যাম্পিয়ন প্রতিদ্বন্দ্বিতায় তাদের টিকে থাকতে জয় প্রয়োজন। তাই তারা ভাল খেলা উপহার দিয়ে জয়ী হতে চান। নেপালের কোচ বলেন উভয় দলই খুবই শক্তিশালী এবং এই ম্যাচে জয়ী হওয়ার জন্যই তারা এখানে এসেছেন। এই ম্যাচ উপভোগের জন্য কোন টিকেটের প্রয়োজন হবে না। সব দর্শকের জন্য স্টেডিয়ামের গ্যালারি উন্মুক্ত থাকবে। খেলাটি সরাসরি সম্প্রচারিত হবে ফক্স স্পোর্টস এশিয়াতে।
×