ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলন॥ ঝুঁকিতে বসতবাড়ি

প্রকাশিত: ০৯:০৮, ১৯ জুন ২০১৯

কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলন॥ ঝুঁকিতে বসতবাড়ি

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১৮ জুন ॥ প্রশাসনের নির্দেশনাকে তোয়াক্কা না করে মাদারীপুরের কালকিনি উপজেলার পালরদী নদীর পৌর এলাকার প্রাণকেন্দ্র পুরান বাজারের কাছ থেকে অবৈধভাবে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছেন মোঃ জুলহাস হাওলাদার নামের এক প্রভাবশালী ব্যক্তি। এভাবে বালু উত্তোলনের ফলে ঝুঁকির মুখে পড়েছে ওই এলাকার শত শত বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজারঘাট। এতে এলাকাবাসীর ক্ষতির আশঙ্কায় এক ধরনের ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় প্রভাবশালী মহল অসাধুভাবে বালু উত্তোলনের ব্যবসা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এদিকে বালু ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছে না এলাকার সাধারণ জনগণ। জানা গেছে, পালরদী নদীর পৌর এলাকার প্রাণকেন্দ্র পুরান বাজার ঘাট নামকস্থান থেকে অবৈধভাবে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছেন স্থানীয় প্রভাবশালী একটি মহল। এলাকাবাসী জানায়, বালু ব্যবসায়ীরা গায়ের জোরে প্রতিদিন প্রভাব কাটিয়ে ড্রেজার মেশিন দিয়ে দেদার বালু উত্তোলন করছে। আর এসব বালু বিক্রি করে তারা লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। অন্যদিকে বালু উত্তোলনের ফলে নদীর তীর এলাকার পাঙ্গাসিয়া ও চরপাঙ্গাসিয়া গ্রামের শতাধিক মানুষ তাদের বসতবাড়ি, কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজারঘাট নিয়ে ঝুঁকিতে রয়েছে। এবং সেখানে নদীর পাড় এলাকার ফলে ইতোমধ্যে রাস্তার পশ্চিম পাশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে জানান, বালু উত্তোলনের ফলে তাদের যে কতটা ক্ষতি হচ্ছে বালু ব্যবসায়ীরা সেটা বুঝতে চেষ্টা করছে না। তারা প্রভাবশালী হওয়ায় আমরা তাদের বিরুদ্ধে কথা বলতে পারছি না। পৌর সহকারী ভূমি কর্মকর্তা মোঃ দুলাল হোসেন বলেন, আমি দুদিন ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনে বাধা প্রদান করেছি। বালু উত্তোলনকারী জুলহাস হাওলাদার বলেন, আমি উপরের অনুমতি নিয়ে বালু উত্তোলন করছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
×