ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামেপাসপোর্ট কার্যালয়ে দুর্নীতি প্রত্যক্ষ করল দুদক

প্রকাশিত: ০৯:০৯, ১৯ জুন ২০১৯

চট্টগ্রামেপাসপোর্ট কার্যালয়ে দুর্নীতি প্রত্যক্ষ করল দুদক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে দালালদের দৌরাত্ম্য দীর্ঘদিন ধরে। মঙ্গলবার কার্যালয় পরিদর্শন করে এই অভিযোগের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরিদর্শনের আলোকে প্রতিবেদন দাখিল করে তদন্তসহ পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাফর আহমদের নেতৃত্বে ৩ সদস্যের একটি টিম মঙ্গলবার ছদ্মবেশে পঁাঁচলাইশে অবস্থিত পাসপোর্ট কার্যালয়ে যান। সেখানে তারা নানা অব্যবস্থাপনা ও গ্রাহকদের ভোগান্তির পাশাপাশি দালালদের দৌরাত্ম্য দেখতে পান। পাসপোর্টের ফরম পূরণ, টাকা জমা দেয়াসহ বিভিন্ন ক্ষেত্রে দালালদের ছোটাছুটি সচক্ষে প্রত্যক্ষ করেন। শুধু তাই নয়, টাকা লেনদেনের দৃশ্যও চোখে পড়ে। দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপসহকারী পরিচালক লুৎফুল কবির চন্দন জানান, দুদকের হটলাইনে ফোন করে অনেকেই পাসপোর্ট কার্যালয়ে অনিয়ম এবং দালালের উৎপাতের অভিযোগ জানিয়েছেন। সে অভিযোগের ভিত্তিতে দুদকের একটি টিম ছদ্মবেশ ধারণ করে মঙ্গলবার উপস্থিত হয় পাসপোর্ট কার্যালয়ে। পরিদর্শনে অভিযোগের সঙ্গে বাস্তবের মিল পাওয়া যায়। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় নিয়মানুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
×