ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জনগণের মুখোমুখি বগুড়ার উপ-নির্বাচনের প্রার্থীরা

প্রকাশিত: ০৯:১২, ১৯ জুন ২০১৯

জনগণের মুখোমুখি বগুড়ার উপ-নির্বাচনের প্রার্থীরা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ মঙ্গলবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনের প্রার্থীরা জনগণের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এই অনুষ্ঠানের আয়োজন করে একটি বেসরকারী সংস্থা (সুজন)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। উপ-নির্বাচনের ৭ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র একজন প্রার্থী এসে দেখা দিয়েই চলে যান। আরেক স্বতন্ত্র প্রার্থী আসেননি। বাকি ৫ জন উপস্থিত ছিলেন। তারা হলেনÑ আওয়ামী লীগের প্রার্থী এসএমটি জামান নিকেতা, বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ, জাতীয় পার্টির (জাপা) প্রার্থী নুরুল ইসলাম ওমর, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মোঃ মনসুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী রফিকুল ইসলাম। উপস্থিত প্রার্থীরা প্রত্যেকেই বগুড়ার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন। কয়েকজন ভোটার প্রশ্ন করেন যিনি পরাজিত হবেন তিনি কি বিজয়ী প্রার্থীকে উন্নয়ন কাজে সহযোগিতা করবেন। সকলেই এই প্রশ্নের হ্যাঁ সূচক উত্তর দেন। প্রার্থীদের কাছে যে প্রশ্নগুলো বিব্রতকর ছিল তা তারা কৌশলে এড়িয়ে যান। এই আয়োজনে বেশি লোকজন যায়নি। উপস্থিতির হার ছিল খুব কম।
×