ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘প্রাকৃতিক সম্পদ নষ্ট করে কোন প্রকল্প গ্রহণ করা যাবে না’

প্রকাশিত: ০৯:১৩, ১৯ জুন ২০১৯

‘প্রাকৃতিক সম্পদ নষ্ট করে কোন প্রকল্প গ্রহণ করা যাবে না’

পানিসম্পদ সচিব কবির বিন আনোয়ার বলেন, প্রাকৃতিক সম্পদ বিনষ্ট করে কোন প্রকল্প গ্রহণ করা যাবে না। উন্নয়ন কাজ বাস্তবায়নে জীববৈচিত্র্য ও সামাজিক প্রভাব অবশ্যই বিবেচনায় আনতে হবে। তিনি বলেন, জীববৈচিত্র্যের ক্ষতি করে গৃহীত প্রকল্প কখনও ভাল ফল বয়ে আনতে পারে না। সোমবার ঢাকার সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত পানি সম্পদ মন্ত্রণালযয়ে উদ্যোগে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় বাস্তবায়নাধীন কক্সবাজার জেলার সোনাদিযা দ্বীপে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে কারিগরি এবং পরিবেশগত ও সামাজিক প্রভাব বিশ্লেষণসহ সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক আয়োজিত মতবিনিময় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) এ. এম আমিনুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ মাহফুজুর রহমান। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, বোর্ডের পরিকল্পনা-১ পরিদফতরের পরিচালক ড. শ্যামল চন্দ্র দাস।-বিজ্ঞপ্তি
×