ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে চলাচল অযোগ্য সড়ক ॥ চরম ভোগান্তি

প্রকাশিত: ০৯:১৩, ১৯ জুন ২০১৯

ঈশ্বরদীতে চলাচল অযোগ্য সড়ক ॥ চরম ভোগান্তি

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদীর সাঁড়া পদ্মা নদীর নিকটস্থ মাজদিয়া ইসলাম পাড়া, পালপাড়া, পানহাটা ও ধাপাড়ি এলাকা ঘনবসতিপূণ। এ এলাকায় স্কুল, মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন প্রকার শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এলাকার দুটি অন্যতম প্রধান পাকা সড়ক হলো মাজদিয়া মসজিদের মোড় থেকে ইসলাম পাড়া পদ্মা নদীর ঘাট পর্যন্ত ১২শ’ মিটার ও চানমারী থেকে ভাদুর বটতলা পাকা সড়কের চানমারী অংশের ৪শ’ মিটার। সড়কটি দীর্ঘদিন থেকে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। মাঝেমধ্যেই নানা প্রকার দুর্ঘটনা ঘটে এলাকাবাসীদের ক্ষতির শিকার হতে হচ্ছে। কোন প্রকার যানবাহন ওইসব সড়কে চলাচল করতে নারাজ। কারণ ওই সব সড়কে যানবাহন চালানো হলে যানবাহনের টায়ার টিউব ও বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। আবার সামান্য কারণেই পড়তে হয় চালক ও যাত্রীদের দুর্ঘটনার কবলে। অনেককে যানবাহনের পরিবর্তে হেঁটে চলাচল করতে হয়। কিন্তু বিধি বাম! মালবাহী ট্রাক-ট্রাক্টর চলাচলের কারণে বর্তমানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এলাকাসীর অভিযোগ, এলাকায় যে হাজার হাজার মানুষ ও শিক্ষার্থী বসবাস এবং চলাচল করে তা হয়ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভুলেই গেছেন। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী এনামুল কবীর বলেন, বালু ও পাথর ভর্তি অধিক পরিমাণে ড্রাম ট্রাক চলাচলের জন্য সড়ক দু’টি ক্ষতিগ্রস্ত হয়েছে।
×