ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

প্রকাশিত: ০৯:১৪, ১৯ জুন ২০১৯

ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহানগরীর দক্ষিণ পতেঙ্গা বিজয়নগর এলাকায় এক ভুয়া চিকিৎসককে কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কোন ধরনের চিকিৎসা সনদ ছাড়াই কাস্টম হাউসের মেডিক্যাল অফিসার পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার দায়ে তাকে এই দণ্ড প্রদান করা হয়। র‌্যাব সূত্রে জানানো হয়, দণ্ডিত কথিত চিকিৎসক হলেন বিকিরণ চাকমা। ডায়াবেটিস, মেডিসিন ও শিশু রোগে চিকিৎসক পরিচয়ে তিনি সেখানকার আয়েশা ফার্মেসিতে তিন বছর ধরে রোগী দেখে আসছিলেন। সেই ফার্মেসিতেও পাওয়া যায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানটির মালিক ফরিদুল আলমকেও তিন মাসের কারাদ- এবং ৫০ হাজার টাকা জরিমানা করে।
×