ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যক্ষ্মা নিয়ন্ত্রণে সভা

প্রকাশিত: ০৯:১৬, ১৯ জুন ২০১৯

যক্ষ্মা নিয়ন্ত্রণে সভা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ যক্ষ্মা নিয়ন্ত্রণে শিক্ষক সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন যক্ষ্মা নিয়ন্ত্রণে শিক্ষক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শিকক্ষকদের মূল্যবান ভূমিকা রয়েছে। আমরা সকলে এই রোগের হাত থেকে নিজেকে এবং অপরকে বাঁচাতে চাই। তাই এর জন্য সকলকে সম্মিলিত প্রয়াস চালাতে হবে। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির (নাটাব) খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার খাগড়াছড়ি প্রেসক্লাবে অনুষ্ঠিত যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে মাধ্যমিক স্কুল শিক্ষকদের ভূমিকা শীর্ষক এক এডভোকেসি সভার বক্তারা এ কথা বলেন। নাটাব খাগড়াছড়ি জেলা কিমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক জীতেন বড়ুয়া সভাপতিত্ব করেন।
×