ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অপহরণের পর শিশু হত্যা॥ আটক তিন

প্রকাশিত: ০৯:১৬, ১৯ জুন ২০১৯

অপহরণের পর শিশু হত্যা॥ আটক তিন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ চিতলমারীতে অপহরণের দুদিন পরে খালিদ তালুকদার (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার চৌদ্দহাজারী গ্রামের সবুজ তালুকদারের মৎস্য ঘের থেকে ভাসমান অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে শিশু খালিদের মরদেহের ময়নাতদন্ত হয়েছে। এ ঘটনায় শিশু খালিদের পিতার করা অপহরণ মামলায় তিনজনকে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজালসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দের আশ্বাস দিয়েছেন তারা। খালিদ তালুকদার চৌদ্দহাজারী গ্রামের মোঃ কাওছার আলী তালুকদারের ছোট ছেলে। কাওছার আলী তালুকদার চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু মহিলা কলেজের উপাধ্যক্ষ। এ ঘটনার কয়েক বছর আগে শিশু খালিদের পিতা প্রবীণ আওয়ামী লীগ নেতা মোঃ কাওছার আলী তালুকদারকে ধরে নিয়ে মারপিট করে পা ভেঙ্গে দেয় এই হত্যাকারীরা। সেই থেকে পঙ্গু জীবনযাপন করছেন তিনি। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় বাড়ির পাশের চৌদ্দহাজারী ঈদগাঁ মাঠে কয়েকজন শিশুর সঙ্গে খেলা করছিল খালিদ তালুকদার। সেখান থেকে তাকে অপহরণ করে হত্যাকারীরা। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে রবিবার খালিদের পিতা কাওছার তালুকদার বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে থানায় একটি অপহরণ মামলা করেন। মামলায় এজাহার নামীয় চৌদ্দহাজারী গ্রামের বাদশা তালুকদার, কামরুল শেখ এবং মেরি বেগমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ।
×