ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টু ক রো খ ব র

প্রকাশিত: ০৯:১৮, ১৯ জুন ২০১৯

টু ক রো  খ  ব  র

তিন যুবলীগ নেতাকে কুপিয়ে জখম নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৮ জুন ॥ পূর্ব বিরোধের জের ধরে কনকদিয়া বাজারে তিন যুবলীগ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। এদের মধ্যে দুইজনকে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার সময় কনকদিয়া বাজার সেতুর দক্ষিণ পাশে কনকদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি খসড়ুল আলম খান, সহ-সভাপতি আনোয়ার মীর ও তার চাচাতো ভাই একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সভাপতি সবুজ মীর দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় স্থানীয় ফজলুল হকের ছেলে মেহেদী ও মুরাদ এসে তাদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে। আহতদের মধ্যে আনোয়ার মীর ও সবুজ মীরকে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর বেলা সাড়ে ১১টার সময় ৮-১০টি মোটরসাইকেল যোগে ২০-২৫ জন ঘটনাস্থলে এসে বাচ্চুর’র সিরাজ মেডিক্যাল হল, জয়ন্ত পালের অন্তরা স্টুডিও ও সুকদেবের একটি মোবাইল দোকানে তালা লাগিয়ে দেয়া হয়। নদী ভরাট ॥ ২১ শ্রমিকের সাজা স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁওয়ে প্রকাশ্য মেঘনা নদীর চর রমজান সোনাউল্লাহ মৌজার সরকারী ১৩ একর জমিতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু ভরাটের অপরাধে ২১ শ্রমিককে আটক করে ৬ মাসের করে বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে। সোমবার রাতে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেক শ্রমিককে ৬ মাসের করে বিনাশ্রম কারাদ- প্রদান করেন। জানা গেছে, সোনারগাঁও উপজেলার মেঘনা শিল্পাঞ্চল এলাকার চর রমজান সোনাউল্লাহ মৌজার সরকারী ১৩ একর জমিতে বালু ভরাট শুরু করেছে। এ খবর পেয়ে সোমবার রাতে সোনারগাঁও উপজেলা প্রশাসন পুলিশের সহযোগিতায় ওই এলাকায় অভিযান চালান। এসময় ২১ ড্রেজার শ্রমিককে আটক করা হয়। আটককৃতরা হলেন- নুরে আলম, ফেরদৌস, রাসেল বিশ্বাস, নুরুল ইসলাম, ইলিয়াস, কবির হোসন, মালেক হাওলাদার, জাকির হোসেন, জাহাঙ্গীর, সৈয়দ বিশ্বাস, ছগির হোসেন, কামাল হোসেন, রিয়াজুল ইসলাম, আবুল খায়ের, সাইফুল ইসলাম, স্বপন জোয়ারদার, মুন্না, ছোবহান, সোহাগ, কামাল হোসেন ও মোকলেস। অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৮ জুন ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশী গুলি, ম্যাগজিন ও ধারালো অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মর্তুজাবাদ কান্দাভিটা এলাকার শাহিনের ভাঙ্গারি দোকানের অফিস থেকে গুলি, ম্যাগজিন ও বিদেশী ধারালো অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সন্ত্রাসী ইজাজুল (৩২) কায়েতপাড়া ইউনিয়নের নাওরা এলাকার আবুল বাশারের ছেলে ও দ্বীন ইসলাম (২২) সোনারগাঁ থানার বরগাঁও ভুইয়াবাড়ির মজিবুর রহমানের ছেলে। চানাচুর কারখানার মালামাল ধ্বংস স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ে বিএসটিআইর অনুমোদন না নিয়ে চানাচুর উৎপাদন করায় একটি কারখানার মালামাল ধ্বংস ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে চা প্যাকেটজাতকরণ একটি কারখানাকেও জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বিশমনি গ্রামে ১ নং বাবু চানাচুর কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অনুমোদন ছাড়াই চানাচুর উৎপাদন ও একই তেল দিয়ে বারবার চানাচুর ভাজার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে উৎপাদিত চানাচুর ধ্বংস ও পোড়া তেল ফেলে দেয়া হয়। এসময় আরও দুটি ড্রামে ব্যবহার অনুপযোগী ভোজ্য তেল সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়। অনুমোদন ছাড়াই চানাচুর উৎপাদন করায় কারখানার মালিক শরীফ উদ্দীন ওরফে শরিফতকে প্রাথমিকভাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ট্রেনের ধাক্কায় যাত্রী নিহত নিজস্ব সংবাদদাতা জামালপুর, ১৮ জুন ॥ জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে কাঠবোঝাই একটি ভটভটি গাড়ির সংঘর্ষে মান্দু শেখ (৫০) নামের ভটভটির একজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে জামালপুর- দেওয়ানগঞ্জ রেলপথের টনকি-ভালুকা রাস্তার লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের মহেজ শেখের ছেলে। জানা গেছে, জামালপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার বেলা ১২টা ৫০ মিনিটে মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের টনকি-ভালুকা রাস্তায় লেভেল ক্রসিং অতিক্রম করছিল। বাস ধর্মঘটের হুমকির প্রতিবাদ স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে বিআরটিসি বাস বন্ধের দাবি তুলে পরিবহন মালিক-শ্রমিকদের ধর্মঘট আহ্বানের প্রতিবাদে বিভাগীয় কমিশনার ও ডিআইজির কাছে গণপদযাত্রা করে স্মারকলিপি প্রদান করেছে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক যাত্রী কল্যাণ পরিষদ। মঙ্গলবার বেলা ১১টায় নগরীর কোর্টপয়েন্ট থেকে গণপদযাত্রা শুরু হয়ে বিভাগীয় কমিশনার কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে পরিষদের প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করেন। উল্লেখ্য, গত ৩ জুন সোমবার সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসি বাস সার্ভিসের কার্যক্রম শুরু হয়। পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি আনুষ্ঠানিকভাবে বহুল কাক্সিক্ষত সরকারী এই পরিবহন সেবার উদ্বোধন করেন। এদিকে বিআরটিসির বাস চালুর প্রতিবাদে ওইদিন সকাল থেকেই সিলেট ও সুনামগঞ্জে পরিবহন শ্রমিকরা হঠাৎ করেই কর্মবিরতির ডাক দেয়। ঈদের আগ মুহূর্তে ডাকা এই কর্মবিরতির ফলে ঘরমুখো হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েন। পরে দুপুরে কর্মসূচী স্থগিত করলে লোকজনের মাঝে স্বস্তি ফিরে আসে। সাঙ্গু নদীতে গৃহিণী নিখোঁজ নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ১৮ জুন ॥ শহরের সাঙ্গু নদীতে গোসল করতে গিয়ে খুরশিদা বেগম (৪০) নামে এক গৃহিণী নিখোঁজ হয়েছে। তিনি পৌরসভার ৯নং ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। জানা গেছে, মঙ্গলবার ভোর ছয়টায় ওই গৃহিণী সাঙ্গু নদীতে গোসল করতে গেলে পা পিছলে পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়, এরপর স্থানীয়রা নদীতে তল্লাশি চালিয়ে তার হদিস না পাওয়ায় চট্টগ্রাম থেকে ডুবুরি আনা হয়। বান্দরবান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ফরহাদ উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা সকাল আটটা থেকে খুরশিদা বেগমকে উদ্ধারে সাঙ্গু নদীতে অভিযান শুরু করি এখনও তার কোন হদিস পাওয়া যায়নি। কচুয়ায় ধর্ষক গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ১৮ জুন ॥ কচুয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের মামলার আসামি রাকিবুল হাসান মীর(২৮)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে কচুয়া পৌর বাজার থেকে ধর্ষণের মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি কাদলা ইউনিয়নের সখিপুরা গ্রামের আঃ মালেকের ছেলে রাকিবুল হাসান মীরকে গ্রেফতার করা হয়। জানা যায়, কচুয়া বঙ্গবন্ধু সরকারী ডিগ্রী কলেজের স্নœাতক প্রথম বর্ষের ছাত্রীর সঙ্গে রাকিবুল হাসান দীর্ঘদিন প্রেমের অভিনয় করে কোর্টে বিয়ে করবে বলে কলেজ থেকে নিয়ে চাঁদপুরের শরীয়তপুর আবাসিক হোটেলে যৌন উত্তেজক ওষুধ খাইয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় কলেজ ছাত্রী বাদী হয়ে ২২ ফেব্রুয়ারি রাকিবুল হাসান জুয়েলসহ ৬ জনকে বিবাদী করে চাঁদপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। অস্ত্রসহ জলদস্যু কমান্ডার গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, হাতিয়া, ১৮ জুন ॥ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াসহ নদীপথের ত্রাস শীর্ষ জলদস্যু ফরিদ কমান্ডারকে অস্ত্রসহ গ্রেফতার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার ভোরে হাতিয়ার সোলেমান বাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪টি বন্দুক, ৩ রাউন্ড গুলি, একটি চাপাতি ও একটি ছুরিসহ অস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় নোয়াখালী সার্কিট হাউসে হাতিয়া কোস্টগার্ডের লে. এম হামিদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ফরিদ কমান্ডার লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরগাজী গ্রামের সালেহ আহমদের ছেলে। তিনি নদীপথে ডাকাতি, হত্যা, ধর্ষণ ও অপহরণ কর্মকা-ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে নোয়াখালীর সদর, সুবর্ণচর হাতিয়া ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ, জেলে অপহরণসহ বিভিন্ন অপরাধে ২২টিরও বেশি মামলা রয়েছে।
×