ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মার্কিন সেনা

প্রকাশিত: ০৯:১৯, ১৯ জুন ২০১৯

মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মার্কিন সেনা

মধ্যপ্রাচ্যে ‘প্যান্ডোরার বাক্স’ খোলার বিরুদ্ধে ওয়াশিংটনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে বেজিং। মধ্যপ্রাচ্যে আরও একহাজার অতিরিক্ত মার্কিন সৈন্য মোতায়েনের ঘোষণার প্রেক্ষিতে মঙ্গলবার চীন এই হুঁশিয়ারি দিল। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে এই অতিরিক্ত এক হাজার সৈন্য মোতায়েনের ঘোষণা দেয়। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ইরান অতি সহজে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পাদিত পরমাণু চুক্তির শর্ত থেকে সরে আসতে পারবে না। তেহরান সম্প্রতি ঘোষণা দেয়, বিশ্বের শক্তিধর দেশগুলো আগামী ১০ দিনের মধ্যে তাদের দেয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে তেহরান ইউরেনিয়াম মজুদের পরিমাণ বাড়াবে। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। চীন সফররত সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেমের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার চীনা পররাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় তিনি আরও বলেন, আমরা সকল পক্ষকে ধৈর্য্য ধারণের আহ্বান জানাচ্ছি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ে এমন পদক্ষেপ না নিতে উভয় পক্ষকে আহ্বান জানায় চীন। পাশাপাশি মধ্যেপ্রাচ্যে প্যান্ডোরার বাক্স না খোলার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানাচ্ছি। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, কারও ওপর কঠোর চাপ প্রয়োগের নীতি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসা উচিত। এ সময় ইরানকে উদ্দেশ্য করে তিনি বলেন, তেহরানের সঠিক সিদ্ধান্ত নেয়া উচিত এবং অতি সহজে দেশটির পরমাণু চুক্তির শর্ত পরিত্যাগ করা উচিত নয়। ইরানি বাহিনী ‘শত্রুতামূলক আচরণ’ করছে অভিযোগ করে এর প্রতিক্রিয়ায় এসব সৈন্য মোতায়েন করা হচ্ছে বলে সোমবার রাতে এক ঘোষণায় জানান যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান। এই ঘোষণার কিছুক্ষণ আগে পেন্টাগন নতুন ছবি প্রকাশ করে সেগুলো ওমান উপসাগরে ট্যাঙ্কার হামলার সঙ্গে ইরানের জড়িত থাকার বিষয়টি তুলে ধরেছে বলে দাবি করে। নিজের দেয়া বিবৃতিতে শানাহান বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংঘাত চায় না। কিন্তু ওই অঞ্চলে আমাদের জাতীয় স্বার্থ রক্ষার জন্য কর্মরত সামরিক সদস্যদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে। ইরানী বাহিনীর শত্রুতামূলক আচরণের বিষয়ে এবং তাদের অনুগত গোষ্ঠীগুলো যারা ওই অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থকে হুমকি দিচ্ছে, তাদের বিষয়ে আমরা যেসব নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পেয়েছি ইরানের সাম্প্রতিক হামলাগুলো তা প্রমাণ করেছে। মার্কিন সামরিক বাহিনী ধারাবাহিকভাবে পরিস্থিতির ওপর নজর রাখবে এবং প্রয়োজন অনুযায়ী সেনা সংখ্যা সমন্বয় করবে বলে জানিয়েছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত এই সেনা কোথায় মোতায়েন করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে অতিরিক্ত দেড় হাজার সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছিলেন। এবার ওই অঞ্চলে অতিরিক্ত আরও এক হাজার মার্কিন সেনা মোতায়েনের ঘোষণা এলো। রবিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ চায় না, তবু ‘যতগুলো বিকল্প আছে তার সবই বিবেচনা করছে ওয়াশিংটন। মঙ্গলবার ফ্লোরিডায় মার্কিন সেন্ট্রাল কমান্ডে মধ্যপ্রাচ্যের দায়িত্বপ্রাপ্ত সামরিক কমান্ডারের সঙ্গে পম্পেওর বৈঠক করার কথা রয়েছে। সোমবার ইরান ঘোষণা করেছে, তারা ২০১৫ সালে ছয় বিশ্ব শক্তির সঙ্গে তাদের স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি আর মেনে চলবে না, ২৭ জুনের মধ্যে তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ওই চুক্তিতে বেঁধে দেয়া সীমা পেরিয়ে যাবে। গত বৃহস্পতিবার হরমুজ প্রণালীর দক্ষিণে ওমান উপসাগরে দুটি তেলবাহী ট্যাঙ্কারের ওপর হামলা হয়। এসব হামলার জন্য ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র, কিন্তু এর সঙ্গে তারা কোনভাবে জড়িত নয় বলে দাবি করেছে ইরান। ইরানের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায় সম্পাদিত পরমাণু চুক্তির শর্ত থেকে যুক্তরাষ্ট্রের সরে আসা এবং দেশটির রেভ্যুলুশনারি গার্ডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার প্রেক্ষিতে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের টানাপোড়েন শুরু হয়। এর প্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি গত ৮ মে বলেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের শর্ত থেকে সরে আসবে। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পাদিত এই চুক্তি থেকে মার্কিন প্রশাসনের সরে আসার পাল্টা পদক্ষেপ হিসেবে তেহরান এই সিদ্ধান্ত নিল। এ বিষয়ে মঙ্গলবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, আমাদের কাজ হবে সকল পক্ষের সঙ্গে কাজ করা এবং উভয় পক্ষকে শান্ত করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।
×