ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কনস্টেলেশন ইউনিট ফান্ডের আবেদন শুরু আগামীকাল

প্রকাশিত: ০৯:২৪, ১৯ জুন ২০১৯

কনস্টেলেশন ইউনিট ফান্ডের আবেদন শুরু আগামীকাল

বে-মেয়াদী কনস্টেলেশন ইউনিট ফান্ডের প্রাথমিক গণপ্রস্তাবের চাঁদা গ্রহণ শুরু আগামীকাল বৃহস্পতিবার। আবেদন গ্রহণ চলবে আগামী ২ আগস্ট পর্যন্ত। এর আগে বাংলাদেশ সিকিউরিটজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৮৮তম নিয়মিত সভায় এই প্রসপেক্টাস অনুমোদন দেয়া হয়। সূত্র মতে, মিউচুয়াল ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ কোটি টাকা এবং এর ইউনিট সংখ্যা ১ কোটি। এখানে উদ্যোক্তার অংশ ১ কোটি টাকা। সব বিনিয়োগকারীর জন্য বরাদ্দ রাখা হয়েছে ৯ কোটি টাকা। যা ইউনিট বিক্রয়ের মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ টাকা। ফান্ডের উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক হিসাবে রয়েছে কনস্টেলেশন এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। ফান্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এবং কাস্টোডিয়ান হিসাবে থাকছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। -অর্থনৈতিক রিপোর্টার
×