ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বন্ড ইস্যু করবে ইসলামী ব্যাংক

প্রকাশিত: ০৯:২৪, ১৯ জুন ২০১৯

বন্ড ইস্যু করবে ইসলামী ব্যাংক

পুঁজিবাজারের তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র মতে, ব্যাংকটির পরিচালনা পর্ষদ তাদের অনুষ্ঠিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি বন্ড ইস্যু করার মাধ্যমে ১ হাজার ২০০ কোটি টাকা উত্তোলন করবে। বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে থার্ড মুদারবা, রেডিমেবল, নন কনভার্টেবল, সাব অর্ডিনেটেড বন্ড। যার মেয়াদ হবে ৭ বছর। নিয়মানুযায়ী বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন দিলেই এ বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করবে ইসলামী ব্যাংক। -অর্থনৈতিক রিপোর্টার
×