ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বেশিরভাগ আসনে আওয়ামী লীগের জয়

প্রকাশিত: ১১:২৩, ১৯ জুন ২০১৯

বেশিরভাগ আসনে আওয়ামী লীগের জয়

জনকণ্ঠ ডেস্ক ॥ উপজেলা নির্বাচনের পঞ্চম ও শেষ ধাপে মঙ্গলবার ভোটগ্রহণ করা হয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই ২১ উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয়। তফসিল অনুযায়ী মঙ্গলবার ১৬ উপজেলায় ভোটগ্রহণের কথা থাকলেও এর সঙ্গে যুক্ত হয়েছে অতীতে স্থগিত আরও পাঁচ উপজেলা। মঙ্গলবারের নির্বাচনে চার উপজেলায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়। এগুলো হলো গাজীপুর সদর, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, নোয়াখালী সদর এবং নারায়ণগঞ্জের বন্দর উপজেলা। সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের নির্বাচনে ইভিএম মেশিন ছিনতাই, সংঘর্ষের জেরে প্রার্থীর বাড়ি ও গাড়িতে হামলা এবং অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। সিরাজগঞ্জের কামারখন্দে আওয়ামী লীগ এবং স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। হবিগঞ্জে আওয়ামী লীগের দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয় ১৫ জন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। নারায়ণগঞ্জ ॥ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়াম্যান পদে শালিমার হোসেন শান্তা এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সানাউল্লাহ বিজয়ী হয়েছে। বন্দর উপজেলা কর্মকর্তা (ইউএনও) পিন্টু বেপারী বিষয়টি নিশ্চিত করেছেন । নেত্রকোনা ॥ নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম সুজন (নৌকা) বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫৮ হাজার ৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আনারস) মাছুদ আলম তালুকদার টিপু পেয়েছেন ৩৪ হাজার ৬শ ৭ ভোট। নির্বাচিত জাহিদুল ইসলাম সুজন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান। বরগুনা ॥ বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল কবীর জমাদ্দার নৌকা ২৮ হাজার ৫শ’ ১৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মনিরুজ্জামান মিন্টু আনারস প্রতীক পেয়েছেন ১০ হাজার ৬শ’ ৯৬ ভোট। গাজীপুর ॥ গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট রীনা পারভীন বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ২৩ হাজার ৮৬৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা ইজাদুর রহমান চৌধুরী পেয়েছেন ৩ হাজার ৮০৭ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মোঃ রিয়াজ উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসিনা সরকার নির্বাচিত হয়েছেন। রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু নাসার উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন শেরপুর ॥ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে শেরপুরের নকলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন মোটরসাইকেল প্রতীকে ২৯ হাজার ৮৩৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অপরদিকে দলের মনোনীত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ নৌকা প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৮৮৩ ভোট। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সারোয়ার আলম তালুকদার চশমা প্রতীকে ৪০ হাজার ২২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী রফিকুল ইসলাম সোহেল তালা প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৯২৪ ভোট। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদা ইয়াসমিন কলস প্রতীকে ৩৪ হাজার ২৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দা উম্মে কুলসুম প্রজাপতি প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৯০৫ ভোট। গলাচিপা ॥ কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে উৎসাহ-উদ্দীপনা এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোট কেন্দ্রে অনাধিকার প্রবেশের দায়ে একজন ইউপি সদস্যকে আটক করা হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে দোয়াত-কলম প্রতীক নিয়ে ডাঃ জহিরউদ্দিন আহম্মেদ ও আনারস প্রতীক নিয়ে ড. আরিফ বিন ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া তিনজন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা নির্বাচনে লড়ছেন। রাত সাড়ে আটটায় এ রিপোর্ট পাঠানো পর্যন্ত সবগুলো কেন্দ্রের ফল নিয়ন্ত্রণ কক্ষে পৌঁছেনি। উপজেলার ৩৬টি কেন্দ্রের মধ্যে ৩৪টি কেন্দ্রের ফল পৌঁছেছে। ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) নাসিমা লুৎফুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) এ্যাডভোকেট তানভীর ভূইয়া। উপজেলার ৬৩টি ভোট কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাহেদুল ইসলাম। তিনি জানান, নির্বাচনে নাসিমা লুৎফুর রহমান পেয়েছেন ৩৩ হাজার ৪৭৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী তানভীর ভূইয়া পেয়েছেন ২৫ হাজার ৭৯৩ ভোট। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে ৩৮ হাজার ৩৩৯ ভোট পেয়ে মাহমুদুর রহমান মান্না এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবিত্রী রানী কলস প্রতীকে ৪৯ হাজার ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এখানে মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৩৬৩ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৮৭ হাজার ৪৯০ এবং নারী ভোটার ৮৩ হাজার ৮৭৩ জন। এছাড়াও একই দিনে জেলার বাঞ্ছারামপুর উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এখানে কোন পদেই নির্বাচন হচ্ছে না। এ উপজেলায় নৌকা প্রতীকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন শহিদুল্লাহ সবুজ। তিনি ঘোড়া মার্কা নিয়ে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে বিজয়ী হন। তিনি এই নির্বাচনে ২৫ হাজার ৬শ’ ২১ ভোট পেয়েছেন। এদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল মতিন চৌধুরী আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। তার প্রাপ্তভোট হলো ১৩ হাজার ৬শ’ ৮৯। সুনামগঞ্জ ॥ জামালগঞ্জ উপজেলা নির্বাচনে তৃতীয়বারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ। তার কাছে আওয়ামী বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীমকে ২ হাজার ৬২৬ ভোটে পরাজিত করেন। বেসরকারী ফলাফলে নৌকা প্রতীক নিয়ে ইউসুফ ভোট পেয়েছেন ৩০ হাজার ৮৯৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ২৭১ ভোট। সরকারী দলের দুই হেভিওয়েটদের মর্যাদার লড়াইয়ে অবাদ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। এদিকে ভাইস চেয়ারম্যান পদে আকবর হোসন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা রানী তালুকদার বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
×