ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাতের আকাশে দেখা যাবে বৃহস্পতি

প্রকাশিত: ১১:২৪, ১৯ জুন ২০১৯

রাতের আকাশে দেখা যাবে বৃহস্পতি

রাতের আকাশে শুক্রগ্রহ অর্থাৎ শুকতারা কে না দেখেছে। কিন্তু রাতের আকাশে বৃহস্পতি মাঝে মাঝে দেখা যায়। প্রতিযোগ ঘটলে মাঝে মাঝে বৃহস্পতির দেখা পায় পৃথিবী। আর সোমবার হলো সেই প্রতিযোগ। এদিন বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে পূর্ব আকাশের উত্তর কোনে খালি চোখে দেখা যায় বৃহস্পতিকে। মঙ্গলবার ভোর ৬টা ৩ মিনিটে অস্ত যায় গ্রহটি। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু সন্ধ্যার আকাশেই নয় সারারাত ধরেই আকাশে দেখা গেছে সৌরজগতের সবচেয়ে বড় এই গ্রহটিকে। কিন্তু প্রতিযোগ কী? জ্যোতির্বিজ্ঞানের ভাষায়, পৃথিবীর প্রতিবেশী গ্রহগুলি সূর্যকে প্রদক্ষিণ করতে করতে এক সময়ে তারা একে অপরের বিপরীত দিকে অবস্থান করে। আর সেই সময়ে সূর্য ও অন্য গ্রহটির মাঝে থাকে পৃথিবী। এই বিশেষ অবস্থানকেই বলে প্রতিযোগ। এই সময়ে প্রতিবেশী গ্রহটি পৃথিবীর খুব কাছে চলে আসায় তা বড় দেখায়। এবার প্রতিযোগে পৃথিবীর থেকে বৃহস্পতির দূরত্ব ছিল প্রায় ৩৭৮ কোটি মাইল। ৩৯৯ দিন অন্তর পৃথিবীর সঙ্গে বৃহস্পতির প্রতিযোগ ঘটে। যদিও প্রতিযোগের পরেও আগামী বেশ কয়েকদিন রাতের আকাশে দেখা যাবে বৃহস্পতিকে। -নাসা
×