ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পর্নোগ্রাফিতে নারীর ভিকটিমের বিষয় সহজভাবে দেখার সুযোগ নেই ॥ হাইকোর্ট

প্রকাশিত: ১১:২৬, ১৯ জুন ২০১৯

পর্নোগ্রাফিতে নারীর  ভিকটিমের বিষয় সহজভাবে দেখার সুযোগ নেই ॥ হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ পর্নোগ্রাফিতে নারীর ভিকটিমের বিষয়টি সহজভাবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছে হাইকোর্ট। রাজশাহীর গোদাগাড়ীতে ভাড়া বাসায় অর্থের বিনিময়ে অনলাইনে নগ্ন ভিডিও চ্যাটিংয়ের ঘটনার তথ্য গোপন ও জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তি না হওয়ায় বিষয়টি নিয়ে করা রিটের শুনানিতে এমন মন্তব্য করে আদালত। সঙ্গে রুল জারি করেছে আদালত। জারি করা রুলে, অনলাইনে অর্থের বিনিময়ে নগ্ন ভিডিও চ্যাটিং করায় গোদাগাড়ীর দুই নারীসহ তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ অর্থাৎ (নিয়মিত মামলা করার নির্দেশ) কেন দেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে পর্নোগ্রাফি আইন অনুযায়ী শান্তি না দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতে ( চোখে না দেখে) জড়িতদের একমাস করে কারাদ- দেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন সচিব, পুলিশের (মহাপরিদর্শক) আইজিপি, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
×