ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এটিএম আজহারের আপীল শুনানি শুরু

প্রকাশিত: ১১:৩১, ১৯ জুন ২০১৯

এটিএম আজহারের আপীল শুনানি শুরু

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দ-প্রাপ্ত আসামি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের আপীলের শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্য বিশিষ্ট আপীল বেঞ্চে এ শুনানি শুরু হয়। প্রথম দিনের শুনানি শেষে বুধবার এই আপীল মামলা ফের শুনানির জন্য রেখেছে সর্বোচ্চ আদালতে। এই আপীল বেঞ্চের অন্য তিন সদস্য হলেন- বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি জিনাত আরা এবং বিচারপতি মোঃ নুরুজ্জামান। আপীল শুনানির শুরুতে জামায়াত নেতা আজহারের পক্ষে এ্যাডভোকেট অন রেকর্ড জয়নাল আবেদীন প্রস্তুতির জন্য সময় চেয়ে আবেদন করেন। জবাবে আপীল বিভাগ বলেন, এতদিন কি করেছেন? আর সময় দেয়া হবে না। শুনানি শুরু করেন। তখন জয়নাল আবেদীন আপীলের পেপারবুক থেকে পড়া শুরু করেন। আদালতে রাষ্ট্রপক্ষে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন। আপীল বিভাগে সর্বশেষ ২০১৬ সালের ৩০ আগস্ট মীর কাশেম আলীর মামলার রিভিউ আবেদন খারিজ করে দেয়ার পর নতুন মামলার শুনানি হয়নি। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া দ-ের বিরুদ্ধে ২৯টি মামলা আপীল শুনানি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এর আগে আপীল বিভাগে ৭টি মামলার নিষ্পত্তি হয়েছে। এই ৭টি মামলার মধ্যে ৬ জনের মৃত্যুদ- বহাল রাখা হয়। পরবর্তীতে ওই ৬ জনের মৃত্যুদ- কার্যকরা করা হয়েছে। এ ছাড়া আপীল থাকা অবস্থায় গোলাম আযম ও আব্দুল আলীম অসুস্থ অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপীল বিভাগে আসা এটি দশম মামলা, যার শুনানি শুরু হলো। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ একাত্তরে রংপুর জেলা আলবদর বাহিনীর কমান্ডার এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদ- প্রদান করে ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৬টি অভিযোগের মধ্যে হত্যা-গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, আটক, অগ্নিসংযোগ ও লুণ্ঠনের ৫টি অভিযোগই প্রমাণিত হয়।এর মধ্যে ৩টি অভিযোগে ফাঁসি , ২টিতে ৩০ বছরের কারাদ- ও একটিতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেয়া হয়েছে।
×