ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশের বিশাল সমুদ্র সম্পদ কাজে লাগানোর তাগিদ

প্রকাশিত: ১১:৩২, ১৯ জুন ২০১৯

দেশের বিশাল সমুদ্র সম্পদ কাজে লাগানোর তাগিদ

স্টাফ রিপোর্টার ॥ দেশের বিশাল সম্ভাবনার সমুদ্র সম্পদ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই সম্পদ কাজে লাগাতে মেধা ও গবেষণার মাধ্যমে সম্ভাবনার দ্বার উন্মুক্ত করতে হবে। এখন শুধু ৫৬ হাজার বর্গমাইল সীমার মধ্যে অর্থনৈতিক কর্মকা-ে সম্পৃক্ত না থেকে ব্লু ই-কোনমির দ্বার উন্মুক্ত করতে সমুদ্র সম্পদের অনুসন্ধান জরুরী। তারা বলেন, বাংলাদেশই একমাত্র দেশ, যার সমুদ্র সীমানা নিয়ে কোন বিরোধ নেই। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই আহ্বান জানান। সমুদ্র অর্থনীতির সমস্যা ও সম্ভাবনা নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজকরা জানান কিভাবে সমুদ্র সম্পদ আহরণ করা যায় এ বিষয়ে দেশে নতুন করে গবেষণা শুরু হয়েছে। প্রয়োজনে পার্শ¦বর্তী দেশ ভারতে বিশেষজ্ঞদের সঙ্গে এ বিষয় নিয়ে সহযোগিতামূলক আলাপ-আলোচনাও করা হবে। এ কারণে ২০ ও ২১ জুন এ বিষয়ে আলোচনার জন্য দেশের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল দিল্লী যাচ্ছে। তাদের সঙ্গে সমুদ্র অর্থনীতিতে সমবায় ও সহযোগিতামূলক পন্থা, জলবায়ু পরিবর্তনের ফলে বঙ্গোপসাগরের সামুদ্রিক নিরাপত্তার ওপর প্রভাব এবং অর্থনৈতিক একত্রীকরণের চালিকা শক্তি স্বরূপ সঙ্কট ও সম্ভাবনার বিষয় নিয়ে আলোচনা করা হবে। সেমিনারে সমুদ্র বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন। সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, সময় এসেছে সমুদ্র সম্পদ আহরণের ওপর জোর দেয়ার। এতদিন আমরা শুধু ৫৬ হাজার বর্গমাইলের ওপর বেশি জোর দিয়েছি। কিন্তু সমুদ্র একটি অর্থনীতির সম্ভাবনার দ্বার উন্মুক্ত করতে পারে। এতদিন সমুদ্র সীমানা নিয়ে সমস্যা থাকলেও এখন তা কেটে গেছে। এখন দেশের সমুদ্র সীমানা চিহ্নিত হয়ে গেছে। দেশের সুবিশাল সমুদ্র সীমানা নিয়ে কাজ করার সময় এসেছে। এখন সম্পদ আহরণের জন্য অর্থনৈতিক কর্মকা- চালাতে হবে। এর জন্য মেধা এবং গবেষণাকে কাজে লাগাতে হবে। তিনি বলেন, সমুদ্র সীমানা প্রতিষ্ঠিত হওয়ার পর বঙ্গোপসাগরে নতুন একটি সম্পদ-সমৃদ্ধ বাংলাদেশ সৃষ্টির সম্ভাবনা জেগে উঠেছে। সমুদ্র-সম্পদ আহরণ এবং সেটিকে কাজে লাগানোর জন্য যে মেধা ও গবেষণা প্রয়োজন, সেখানে আমাদের দুর্বলতা রয়েছে। সমুদ্র গবেষণা সংস্থা (বিমরাড) এই দিকটিতে অবদান রাখার চেষ্টা করছে। নতুন প্রজন্মের চিন্তা জগতে এই সমুদ্র অর্থনীতি বিষয়টি প্রবেশ করাতে বিমরাড ভূমিকা রাখবে, আশা করি।
×