ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বহিষ্কৃত ১৯ জনের বিস্তারিত পরিচয় প্রকাশের দাবি ছাত্রলীগের পদবঞ্চিতদের

প্রকাশিত: ১১:৩৩, ১৯ জুন ২০১৯

বহিষ্কৃত ১৯ জনের বিস্তারিত পরিচয় প্রকাশের দাবি ছাত্রলীগের পদবঞ্চিতদের

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিতদের ওপর হামলার ঘটনায় বহিষ্কৃৃত ১৯ জনের বিস্তারিত পরিচয় প্রকাশের দাবী জানিয়েছেন ছাত্রলীগের পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতারা। একইসঙ্গে পূর্বঘোষিত চারদফা দাবি আদায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দেয়ার ঘোষণাও দিয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সংবাদ সম্মেলনে ছাত্রলীগের পদবঞ্চিতরা এসব কথা জানান। ২৬ মে রাত থেকে এখন পর্যন্ত টানা ২৩ দিন ধরে তারা সেখানে অবস্থান করছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান পদবঞ্চিতদের মুখপাত্র ছাত্রলীগের সাবেক কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব হোসেন। সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক সাঈফ বাবু, সদস্য তানভীর হাসান সৈকত, ঢাবির জসিম উদদীন হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহেদ খান। সংবাদ সম্মেলন থেকে চারদফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সুযোগ, ছাত্রলীগের কমিটির যে ১৯ জন বিতর্কিত নেতার পদ শূন্য ঘোষণা করা হয়েছে তাদের নাম ও পদের নাম প্রকাশ, কমিটিতে বিতর্কিতদের সবার পদ শূন্য ঘোষণা ও পদবঞ্চিতদের মধ্য যোগ্যতার ভিত্তিতে শূন্য হওয়া পদগুলোতে পদায়ন এবং মধুর ক্যানটিন ও টিএসসিতে হামলার সুষ্ঠু বিচার।
×