ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাপানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী

প্রকাশিত: ১১:৩৫, ১৯ জুন ২০১৯

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাপানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী

বাংলানিউজ ॥ জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) শুভেচ্ছা দূত ও জাপানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মিয়াভি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। দ্বিতীয়বারের মতো রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তিনি। মঙ্গলবার ইউএনএইচসিআর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়। সঙ্গীতশিল্পী মিয়াভি বলেন, দ্বিতীয়বারের মতো রোহিঙ্গা ক্যাম্পে এসে আমি আনন্দিত। গত বছরের শুরুতে এখানে এসে যা দেখেছিলাম সে অবস্থার উন্নয়ন ঘটেছে। ‘এবার আমি তাদের ভবিষ্যত নিয়ে চিন্তিত। তারাও আগামী দিন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তারা বাড়ি ফিরতে চান। রোহিঙ্গারা অদূরে মিয়ানমারের পাহাড় দেখতে পান। তবে তারা সেখানে ফেরার জন্য নিরাপদবোধ করছেন না।’ এর আগে ২০১৮ সালের জানুয়ারিতে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জাপানের এই সঙ্গীতশিল্পী।
×