ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

২৩১ বছর পর-

প্রকাশিত: ১১:৫১, ১৯ জুন ২০১৯

২৩১ বছর পর-

মানুষের প্রধান মৌলিক প্রয়োজন হলো খাদ্য। সব জীবেরই তাই। খাবারের কষ্টের চেয়ে বড় কষ্ট আর নেই। খাবার খেতে না দেয়া, খাবার দিলেও সেখানে অতিরিক্ত কৃচ্ছ্রতাসাধন, কিংবা পেট ভরে খেতে না দেয়া কিংবা খেতে দিলেও সেটির মান এত নিম্ন পর্যায়ের যে, সে যেন বুঝতে পারে শুধু দেহটাকে বাঁচিয়ে রাখার স্বার্থেই এই খাবার তাকে সরবরাহ করা হচ্ছেÑ এসবই অগ্রহণযোগ্য এবং অমানবিক। খাদ্য গ্রহণ যেমন অভ্যাস, তেমনি রুচির বিষয়টিও গুরুত্বপূর্ণ। রুচি কোণঠাসা হয়ে পড়লে এবং দিনের পর দিন একই ধরনের নিম্নমানের খাবার খেতে খেতে মানুষের জীবন এমন একটা দুর্বিষহ অবস্থায় নিপতিত হয়, যাকে মানবেতর বললেও কম বলা হয়। কারাবন্দীদের নানাভাবে খাদ্যবঞ্চিত করা, ভাল খাবারের স্বাদ থেকে দূরে রাখা এবং অল্প খাবার খেতে দেয়াÑ নানা উপায়ে নির্যাতন চালানোর নজির ইতিহাসে অতি সুলভ। প্রায় আড়াই শ’ বছর ধরে বাংলাদেশের কারাবন্দীদের যে খাবার সরবরাহ করা হচ্ছিল সেখানেও পরোক্ষভাবে অমানবিক প্রথাই বিরাজ করেছে। সেই পরিস্থিতির পরিবর্তনের জন্য মানবিক হতে হয়। বর্তমান সরকারপ্রধান কতটা মানবিক গুণের অধিকারী সেটা বিশ্ববাসী জানে। মূলত তাঁরই সদিচ্ছায় দেশে কারাবন্দীদের দীর্ঘ দিনের প্রচলিত খাবারের অমানবিক বঞ্চনার অবসান হয়েছে। ব্রিটিশ আমলে করা আইনে কারাগারগুলোতে রুটি ও শুকনো গুড়ের পরিবর্তে বন্দীদের এখন থেকে দেয়া হচ্ছে খিচুড়ি, সবজি এবং হালুয়া, রুটি। একই সঙ্গে এ খাবারের পরিমাণও দ্বিগুণ করা হয়েছে। এর মধ্য দিয়ে পেট পুরে বৈচিত্র্যপূর্ণ খাবার গ্রহণের বিষয়টি নিশ্চিত হলো। রবিবার ঢাকাসহ সারাদেশের ৬৮ কারাগারে আটক ৮১ হাজার ১৭৮ জন বন্দীর জন্য একযোগে নাস্তায় এই মেন্যু চালু করেছে কারা কর্তৃপক্ষ। এটি প্রশংসনীয়। একজন অপরাধীও যে মানুষ এই ভাবনাটিই সুন্দর। স্মরণযোগ্য, দু’বছর আগে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) ও বাংলাদেশ কারা অধিদফতর আয়োজিত একটি সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘কারা নিরাপত্তা ও মানবিক চাহিদার ভারসাম্য।’ সম্মেলনে চারটি বিষয়কে প্রাধান্য দেয়া হয়। এগুলো হলোÑ কারাগারে স্বাস্থ্যসেবা, কারাগার নকশা ও শ্রেণীভুক্তিকরণ, বন্দীদের শ্রেণীভুক্তিকরণ এবং পরিদর্শন ও নিরীক্ষণ। এর মধ্যে স্বাস্থ্যসেবা দেয়ার ক্ষেত্রে ‘ম্যান্ডেলা রুলস’ মেনে ও আন্তর্জাতিক মান অনুযায়ী বন্দীদের পরিষেবা প্রদানের বিষয়ে গুরুত্ব দেয়া হয়। লক্ষণীয় হলো, বর্তমান সরকার কারাবন্দীদের মানুষ হিসেবে ন্যূনতম প্রাপ্যটুকু নিশ্চিত করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। কারাবন্দীরা মুক্তির পর যাতে পুনরায় অপরাধে না জড়ায় এবং সংশোধনের সুযোগ পান সেজন্য কারাগারের ভেতর প্রায় ৩৮টি কাজের ওপর বন্দীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তারা যাতে কিছু করে জীবিকা নির্বাহ করতে পারে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, এ কারণে এসব প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে দেশের কারাগারগুলোকে এখন সংশোধনাগারে পরিণত করা হয়েছে। তাদের ঘুমানোর জন্য বালিশ সরবরাহর সিদ্ধান্ত হয়েছে। কারাবন্দীদের মোবাইল ফোনে কথা বলার সুযোগ দেয়া হচ্ছে। তবে বর্তমানে দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার তিন-চারগুণ বেশি কয়েদি অবস্থান করছে, যা এক ধরনের মানবিক বিপর্যয়ই বটে। পর্যায়ক্রমে এর অবসান হওয়া দরকার। ঔপনিবেশিক শাসকরা এ দেশে যে কারাবিধি, পেনালকোড ও পুলিশ আইন প্রবর্তন করেছিল তা ছিল অত্যন্ত নিপীড়নমূলক। নির্বিচার শাসন-শোষণ অব্যাহত রাখাই ছিল তাদের লক্ষ্য। বিশ্বের সব দেশেরই জেল কোড ও পেনাল কোডে আমূল পরিবর্তন আসছে। বাংলাদেশেও ইতিবাচক পরিবর্তন আসবেÑ এটিই প্রত্যাশা।
×