ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিউজিল্যান্ডের আকাশে দুটি বিমানের সংঘর্ষে

প্রকাশিত: ১৩:৩৭, ১৯ জুন ২০১৯

নিউজিল্যান্ডের আকাশে দুটি বিমানের সংঘর্ষে

দুটি বিমানের মধ্যে একটি ছিল প্রশিক্ষণ বিমান। এতে চারজন প্যারাসুটিস্ট ছিলেন। দুই বিমানের সংঘর্ষের কিছুক্ষণ আগে তারা প্যারাসুট নিয়ে ঝাঁপ দিয়েছিলেন। এ সময় ল্যান্ড করার প্রস্তুতিরত একটি হেলিকপ্টার কোন রকমে ওই দুটি বিমানের সঙ্গে সংঘর্ষ এড়াতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে, সংঘর্ষের পর দুটি বিমানই নিচে পড়ে যায় এবং হুড এয়ারোড্রোমের দক্ষিণ দিকের ভূমিতে পড়ে বিধ্বস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা নিউ জিল্যান্ডের গণমাধ্যমকে জানিয়েছেন, তারা জোরালো একটি শব্দ শুনেছেন এবং দুটি বিমানকে পাক খেতে খেতে নিচে পড়ে যেতে দেখেছেন। রবিবার মাসর্টেটন শহরের নিকটবর্তী হুড এয়ারোড্রোমে এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সূত্র : ইন্টারনেট
×